ফিরেছেন তাসকিন, একাদশে দুই পরিবর্তন
২৮ অক্টোবর ২০২৩ ১৪:১১
বিশ্বকাপের শুরুটা ভালো হলেও এরপর টানা চার ম্যাচে হেরে সেমিফাইনাল খেলার স্বপ্ন এক প্রকার শেষ বাংলাদেশের। হারের বৃত্ত থেকে বের হওয়ার লড়াইটায় এবার বাংলাদেশের। ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডস এবার টাইগারদের প্রতিপক্ষ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ দলে এসেছে একাধিক পরিবর্তন।
দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। তাকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ। এছাড়া ডানহাতি অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি ঢুকেছেন নাসুম আহমেদের জায়গায়।
বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
নেদারল্যান্ডস একাদশ
বিক্রম সিং, ম্যাক্স ও’দুদ, কলিন অ্যাকারম্যান, ওয়েসলি বারেসি, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), বাস ডি লিড, সায়ব্রান্ড এঞ্জালব্রাখট, লোগান ভ্যান বিক, শাহরিজ আহমদ,, অর্জুন দত্ত এবং পল ভ্যান মিকেরেন।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস