Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরুতেই তাসকিন-শরিফুলের আঘাত

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২৩ ১৪:৫৮

ইডেন গার্ডেন্সে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ দল। চোট কাটিয়ে এদিন একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। ফেরার ম্যাচের প্রথম ওভারেই তুলে নিয়েছেন উইকেট। এরপর তার সঙ্গে যোগ দিয়েছেন শরিফুল ইসলামও। তাতেই মাত্র ৪ রানে দুই ডাচ ওপেনারের উইকেট ঝুলিতে দুই টাইগার পেসারের।

দ্বিতীয় ওভারে বল হাতে আসেন তাসকিন আহমেদ। আর এসেই আঘাত হানলেন ডাচ উদ্বোধনী জুটিতে। একটু ফুললেংথ, ঘুরিয়ে খেলতে গিয়ে লিডিং-এজ হয়েছেন বিক্রমজিত সিং। আগেভাগেই শট খেলে ফেলেছিলেন, মিড অফে সাকিব আল হাসান নিয়েছেন সহজ ক্যাচ। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে প্রথম উইকেট। ফিরেই সফল তাসকিন আহমেদ, চোখেমুখে যেন স্বস্তিই বেশি বাংলাদেশ পেসারের। ১.৪ ওভারে মাত্র ৩ রানে প্রথম উইকেট হারাল ডাচরা।

বিজ্ঞাপন

পরের ওভারে বল হাতে এলেন শরিফুল। আর নিজের দ্বিতীয় ওভারেই এনে দিলেন সফলতা। তার করা ওভার দ্য উইকেট থেকে বলটা অ্যাঙ্গেল করে বেরিয়ে যাচ্ছিল অফ স্টাম্পের বাইরে দিয়ে। শুরুতে ব্যাট চালিয়েও শেষ মুহূর্তে যেন নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন ম্যাক্স ও’দুদ, শট চেক করে নিয়েছিলেন। কিন্তু তার আগেই ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ গেছে স্লিপে। একমাত্র স্লিপে থাকা তানজিদ হাসান বাঁ দিকে লাফ দিয়ে নিয়েছেন ভালো ক্যাচ। ৫ বলের মধ্যে ২ উইকেট হারাল নেদারল্যান্ডস। তাতেই দুই ওপেনারকে হারাল ডাচরা।

এই রিপোর্ট লেখা অবধি নেদারল্যান্ডসের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেটে ২৩ রান। ওয়েসলি বারেসি ১৩ আর কলিন অ্যাকারম্যান ৪ রানে ব্যাট করছেন।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর