এডওয়ার্ডসের ফিফটিতে লড়াকু সংগ্রহের পথে নেদারল্যান্ডস
২৮ অক্টোবর ২০২৩ ১৭:৩১
দলের বিপদে আগেও হাল ধরেছিলেন নেদারল্যান্ডস অধিনায়ক। আজ বাংলাদেশের বিপক্ষেও ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের হার না মানা ইনিংসেই শুরুর ধাক্কা কাটিয়ে লড়াই করার মতো সংগ্রহের দিকে এগুচ্ছে নেদারল্যান্ডস।
৬৩ রানেই নেদারল্যান্ডস হারিয়েছিল টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে। ডি লিডকে নিয়ে জুটি বেধে সেই ধাক্কা সামাল দিয়েছিলেন এডওয়ার্ডস। ৪৪ রানের সেই জুটি ভাঙ্গে তাসকিনের বলে ডি লিডের ফেরায়। ১০৭ রানে ৫ উইকেট হারিয়ে তখন রীতিমত ধুঁকছে নেদারল্যান্ডস।
সেখান থেকে দলকে টেনে নিচ্ছেন এডওয়ার্ডস। সাইব্র্যান্ডকে নিয়ে ষষ্ঠ উইকেটে ক্রিজে টিকে আছেন তিনি। ৮১ বলে ৪ চারে তুলে নিয়েছে আরেকটি হাফ সেঞ্চুরি, অপরাজিত আছেন ৫৫ রানে। তাকে দারুণভাবে সঙ্গ দিচ্ছেন সাইব্র্যান্ড, তিনি অপরাজিত আছেন ২৪ রানে।
এই রিপোর্ট লেখা অবধি নেদাল্যান্ডসের সংগ্রহ ৪৩ ওভারে ৫ উইকেটে ১৭২ রান। স্কট এডওয়ার্ডস ৫৮ আর সায়ব্র্যান্ড ৩২ রানে ব্যাট করছেন।
এর আগে শুরুতে দুই ওপেনারের অল্প রানের ফেরার পর নেদারল্যান্ডের ইনিংসটা বেশ ভালোভাবেই সামলে নিয়েছেন বারেসি-অ্যাকারম্যান জুটি। আট বলের ব্যবধানে এই দুইজনকে ফিরিয়ে বাংলাদেশকে আবারও সুবিধাজনক অবস্থায় ফিরিয়ে এনেছিলেন সাকিব-মুস্তাফিজ। তবে এরপর আবারও ক্রিজে জুটি বাধেন দুই ডাচ ব্যাটার।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এফএম/এসএস