ভারতকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড
২৯ অক্টোবর ২০২৩ ১৪:০৮
বিশ্বকাপে দুই দলের এখন পর্যন্ত যাত্রার সারমর্ম বুঝতে পয়েন্ট টেবিলটাই যথেষ্ট। টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল ভারত আছে সবার ওপরে, অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অবস্থান সবার নিচে। লখনৌর একানা স্টেডিয়ামে যে ম্যাচটা হওয়ার কথা ছিল শীর্ষ চারের অবস্থান নির্ণয়ের লড়াই, সেটি এখন অনেকটাই ‘মূল্যহীন’ ম্যাচ। ধুঁকতে থাকা ইংলিশদের হারিয়ে আজই সেমিফাইনাল নিশ্চিত করবে ভারত? নাকি ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে উড়তে থাকা ভারতকে মাটিতে নামিয়ে এনে স্বস্তির জয় পাবে ইংল্যান্ড?
টস জিতে এদিন ইংলিশ অধিনায়ক জস বাটলার প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, দাভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ডেভিড উইলি, মার্ক উড, আদিল রশিদ ও ক্রিস ওকস।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস