Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটারদের পাশে আছি: পাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৩ ১৮:০৩

বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্স ভুলে যাওয়ার মতোই। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ শুরু হলেও পরের পাঁচটি ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। গতকাল যোজন যোজন পিছিয়ে থাকা নেদারল্যান্ডসের বিপক্ষেও হেরে গেছে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশ দলের না বোলিং ভালো হচ্ছে, না ব্যাটিং। তাতে স্বাভাবিকভাবেই সমালোচনায় জর্জরিত হচ্ছে ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডকে। এমন সময় ক্রিকেটারদের পাশে আছি বলেছেন বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন।

বিজ্ঞাপন

গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে কলকাতায়। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচটাও কলকাতার ইডেন গার্ডেন্সসে। বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপনও এখন কলকাতায়। ক্রিকেটারদের সঙ্গে দেখা করে কথা বলেছেন পাপন।

পরে সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দল একটানা হারছে। এমন সময়ে কেউ ক্রিকেটারদের পাশে থাকবে না। তবে কেউ না থাকলেও আমরা তাদের পাশে আছি। সামনে তিনটা ম্যাচ ভালো করা ছাড়া উপায় নেই। এটা করতে গেলে দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে ওদের মধ্যে সাহস ও বিশ্বাসটা জাগিয়ে দিতে হবে, যে ওরা পারবে। সেটা নিজেদের মধ্যে না আসে তাহলে তারা দ্বিধাগ্রস্ত থাকবে। কাজেই সেটা করার চেষ্টা করেছি। তারা সকলে মিলে বলছে, তারা একতাবদ্ধ আছে। তাদের মধ্যে কোনো সমস্যা নেই। ওরা জিততে পারছে না, এটা চিন্তা করে ওদের আরও বেশি খারাপ লাগছে। কারণ ওরাই তো সুপারস্টার আমাদের। ছিল সবসময়।’

সাকিব আল হাসান নেদারল্যান্ডস ম্যাচের আগে দেশে অনুশীলন করতে এসেছিলেন। তখন তাকে দুয়ো দিয়েছিলেন সমর্থকরা। কাল ইডেন গার্ডেন্সসেও বাংলাদেশি ক্রিকেটারদের দুয়ো দিয়েছেন অনেকে। বিষয়টি মেনে নিচ্ছেন পাপন।

বিজ্ঞাপন

বলেছেন, ‘মানুষ বোর্ডকে বলবে, কোচিং স্টাফকে বলবে, প্লেয়ারদের বলবে। এটা স্বাভাবিক, এটা নিয়ে বলা উচিত না- এমন কিছু না। কারণ যখন ওরা ভালো করে সবাই মাথায় নিয়ে নাচানাচি করে। তো খারাপ করলে তো খারাপ বলবেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু সিরিজ চলছে, টুর্নামেন্ট চলছে, আরও তিনটা ম্যাচ বাকি। আবার এই ম্যাচগুলোতে আহামরি কিছু করতে পারব সেটাও না। তবে আমরা সক্ষম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখনও সম্ভব। হারা জেতা বড় কথা না, ভালো ক্রিকেট খেলাটা আসল। আমাদের ব্যাটিং ভালো হচ্ছে না।’

‘আমি ওদের এটাই বলেছি, যে ঘুরে দাঁড়ানো উচিত। ওরা কি চায় বলুক, যখন যা চায় আমরা আছি। ওরা কথা দিয়েছে ওরা বসবে। এটাও বলেছে চাওয়ার কিছু নেই। আমি কথা বলে মনে হয়েছে ওরা এখন অনেক বেশি সিরিয়াস। এটা নিয়ে চিন্তা করছে কীভাবে আরও ভালো করা যায়। আশা করা ছাড়া উপায় নাই। এই খারাপ সময়ে কেউ না থাকলেও আমরা আছি।’- যোগ করেছেন পাপন।

এই ক্রিকেটারদর সামর্থ আছে। এবং তারা আগামীতে ভালো খেলতে সক্ষম। সেই জন্যই তাদের সমর্থন দেওয়া উচিত বলে মনে করছেন পাপন, ‘এই খারাপ সময়ে ওদের পাশে আমরা আছি। কিসের জন্য আছি ? সামনে ওরা যেন ভালো খেলে, সেজন্যে। এই বিশ্বাস ওদের উপরে আছে। আমাদের যে শক্তি সামর্থ্য আছে, এটা নিয়েই লড়তে হবে। আমরা কোনো পরিবর্তন আনতে পারব না। কোনো জায়গায় কোনো পরিবর্তন আনতে পারব না। কাজেই এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সামনের ম্যাচগুলো ভালো খেলুক এই প্রত্যাশায়।’

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর