Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই বিশ্বকাপটা আমারই হবে: নেইমার


১৭ মে ২০১৮ ১৩:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক ।।

২০১৪ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেছিল ব্রাজিল। সেটা হয়নি, যাকে নিয়ে স্বপ্ন দেখেছিল ব্রাজিল সেই নেইমারই কোয়ার্টার ফাইনাল থেকে ইনজুরি নিয়ে দর্শক হয়ে যান। এবার নেইমারের হাত ধরেই সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট কেটেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আবারো ২৬ বছর বয়সী ফরোয়ার্ড নেইমারকে নিয়েই স্বপ্ন দেখছে।

দেশকে আরেকটি বিশ্ব শিরোপা পাইয়ে দিতে চান নেইমার। পিএসজির জার্সিতে খেলতে গিয়ে ইনজুরিতে পড়া নেইমার নিজেকে ফিরে পেতে লড়ছেন। এক ফেসবুক সাক্ষাৎকারে দেসিমপেদিদোসকে তার শিরোপা ক্ষুধার কথা জানিয়েছেন নেইমার।

বিজ্ঞাপন

নেইমার সেখানে জানান, ‘আমাকে যেটা সবচেয়ে অনুপ্রাণিত করে, সেটা হচ্ছে ফুটবল খেলা। মাঠের ভেতরে থাকতে পারা আমার জন্য ভীষণ আনন্দের। বিশ্বকাপ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় চ্যাম্পিয়নশিপ। আমি শুধু সেখানে খেলতে চাই এবং চ্যাম্পিয়ন হতে চাই। এই কাপটা আমারই হতে হবে।’

ইনজুরি থেকে সেরে ওঠা নেইমারকে নিয়ে ইতোমধ্যেই ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। রাশিয়া বিশ্বকাপে ‘ই’ গ্রুপে নেইমারদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া।

গত ফেব্রুয়ারি থেকেই মাঠের বাইরে নেইমার। নিজের ফিটনেস ফিরে পেতে আশাবাদী ব্রাজিল তারকা আরও যোগ করেন, ‘আমি বল নিয়ে এরই মধ্যে অনুশীলন শুরু করেছি। অনুশীলনে স্বাচ্ছন্দ্যবোধ করছি। অবশ্য কিছুটা ভয় আছে, কিন্তু আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি।’

আগামী ১৭ জুন শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ মিশন। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে ২২ জুন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় নেইমাররা মুখোমুখি হবে কোস্টারিকার। আর নিজেদের গ্রুপপর্বের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ সার্বিয়া। ২৭ জুন বাংলাদেশ সময় রাত ১২টায় খেলবে ব্রাজিল-সার্বিয়া।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর