Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২৩ ১৪:০৩

বিশ্বকাপে বাংলাদেশের যে কয়টি সুখস্মৃতি রয়েছে, তার মাঝে উজ্জ্বলতম স্মৃতিটি পাকিস্তানের বিপক্ষে। ১৯৯৯ বিশ্বকাপের সেই অবিশ্বাস্য জয় এখনও অনুপ্রেরণা যোগায় বাংলাদেশকে। আজ ইডেন গার্ডেনসে সাকিবদের প্রতিপক্ষ আবারও সেই পাকিস্তান। পয়েন্ট তালিকার তলানিতে থাকা বাংলাদেশের সেমির আশা শেষ হয়ে গেলেও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এমন অবস্থায় ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

বিজ্ঞাপন

মাঠে ও মাঠের বাইরের নানা সমালোচনায় জর্জরিত বাংলাদেশ দলের সেমিফাইনালের স্বপ্ন আগের ম্যাচেই শেষ। কিছুদিন আগেই জানা গেছে, বিশ্বকাপের সেরা ৮ দল খেলবে চ্যাম্পিয়নস ট্রফিতে। এই মুহূর্তে বাংলাদেশ দলের অবস্থান ২ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে। চ্যাম্পিয়নস ট্রফির আশা বাঁচিয়ে রাখতে বাকি তিন ম্যাচের দুটিতে জিততেই হবে বাংলাদেশকে। শেষ ম্যাচটি অস্ট্রেলিয়ার বিপক্ষে হওয়ায় পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে জয়টা খুব করেই চাচ্ছে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক হলেও আজ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, এমন প্রত্যাশাই রাখছেন সমর্থকরা।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টস বাংলাদেশ বনাম পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর