ডি কক-ডুসেনের সেঞ্চুরিতে প্রোটিয়াদের রানের পাহাড়
১ নভেম্বর ২০২৩ ১৮:২৬
নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে নিজের দুর্দান্ত ফর্ম অব্যহত রাখেন কুইন্টন ডি কক এবং রসি ভ্যান ডার ডুসেন। দুইজনই তুলে নেন সেঞ্চুরি। সেই সঙ্গে শেষ দিকে ডেভিড মিলারের ক্যামিও ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা রানের পাহাড় দাঁড় করায়। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৫৭ রান তোলে প্রোটিয়ারা।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন টিম সাউদি আর একটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট।
বুধবার (১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। ডি কক ও ভ্যান ডার ডুসেনের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৩৫৮ রানের বিশাল টার্গেট দিয়েছে প্রোটিয়ারা।
টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাসা দেন দুই ওপেনার ডি কক ও টেম্বা বাভুমা। তবে দলীয় ৩৮ রানে ২৮ বলে ২৪ রান করে আউট হন বাভুমা। এরপর ক্রিজে আসা ভ্যান ডার ডুসেনকে সঙ্গে নিয়ে কিউই বোলারদের ওপর চড়াও হন ডি কক। রীতিমতো তাণ্ডব চালান এই দুই ব্যাটার। মারমুখি ব্যাটিংয়ে বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন ডি কক। ২০০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। দলীয় ২৩৮ রানে ১১৬ বলে ১১৪ রান করে সাজঘরে ফিরে যান ডি কক।
এরপর উইকেটে আসা ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ডুসেন। আগ্রাসী ব্যাটিংয়ে তিনিও সেঞ্চুরি পূর্ণ করেন। সেঞ্চুরির পরও মারমুখি ব্যাটিং চালিয়ে যান ডুসেন। মিলারও চড়াও হন কিউই বোলারদের ওপর। তবে দলীয় ৩১৬ রানে ১১৮ বলে ১৩৩ রান করে আউট হন ডুসেন। তার বিদায়ের পর ক্রিজে আসা হেনরিখ ক্লাসেনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মিলার।
মারমুখি ব্যাটিংয়ে ২৯ বলে অর্ধশতক পূরণ করেন মিলার। এরপরেই ৩০ বলে ৫৩ রান করে আউট হন মিলার। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৫৭ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের পক্ষে টিম সাউদি নেন ২টি উইকেট।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস