চোট পাওয়া হেনরির বদলে জেমিসন
২ নভেম্বর ২০২৩ ১৮:৪৯
ভারত বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছিল নিউজিল্যান্ড। তবে বিশ্বকাপের মাঝপথেই টানা তিন ম্যাচে হারের পর একের পর এক চোটের আঘাত দলে। ১৫ জনের দলের মধ্যে ৫ জনেই রয়েছেন ইনজুরিতে। যার মধ্যে সর্বশেষ নাম যোগ হয়েছে পেসার ম্যাট হেনরি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯০ রানের বড় ব্যবধানে পরাজয়ের দিনে ডান হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন হেনরি। নিজের ষষ্ঠ ওভারে চোটপ্রাপ্ত হন তিনি।
নিউজিল্যান্ড অনেক দিন ধরেই চোটের সঙ্গে লড়ছে। স্টার ব্যাটার কেন উইলিয়ামসন ও অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান চোটের কারণে সাইড লাইনে। ফাস্ট বোলার লকি ফার্গুসনও ইনজুরি থেকে ফেরার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় হেনরির ব্যাক আপ হিসেবে দলে স্থান হয়েছে কাইল জেমিসনের।
জেমিসন আগে ভারতে স্কোয়াডের সঙ্গে টিম সাউদির ব্যাকআপ হিসেবে দলে ছিলেন। নতুন করে তিনি বেঙ্গালুরুতে যোগ দেবেন বৃহস্পতিবার। শনিবার নিউজিল্যান্ড গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস