অপেক্ষা ছিল অনেকদিনের। শচীনের গড়ে যাওয়া সেই অবিশ্বাস্য কীর্তিকে কবে ছুঁতে পারবেন বিরাট কোহলি, সেই প্রতীক্ষায় দিন গুনছিলেন তার ভক্তরা। অবশেষে নিজের ৩৫ তম জন্মদিনে ইডেন গার্ডেনসে শচীনকে ছুঁলেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ৪৯ তম সেঞ্চুরি পেয়ে ইতিহাস গড়েছেন তিনি। এমন কীর্তির পর স্বভাবতই উঠে এসেছে সেই পুরনো প্রশ্ন, কে সেরা, শচীন না কোহলি? ম্যাচ শেষে এমন প্রশ্নের জবাবে কোহলি বলছেন, তিনি যত রেকর্ডই করেন কখনোই নিজের আইডল শচীনের সমান হতে পারবেন না।
শচীনের রেকর্ড ছোঁয়ায় নিজেকে সৌভাগ্যভান ভাবছেন কোহলি, ‘আমার ‘হিরোর’ ওয়ানডে রেকর্ড ছোঁয়া সৌভাগ্যের ব্যাপার। আমি জানি মানুষ তুলনা করতে পছন্দ করে। কিন্তু আমি কখনোই তার সমান হতে পারব না। আমরা সবাই তার দিকেই তাকিয়ে থাকতাম, তাকেই আদর্শ মানতাম, এটাই এর মূল কারণ। তার ব্যাটিং নিখুঁত। যত যাই হোক সে আজীবন আমার আইডল থাকবেন। এটা আমার জন্য খুবই আবেগপূর্ণ মুহূর্ত। আমি ছোটবেলায় শচীনের ব্যাটিং টিভিতে দেখতাম। এখন তার থেকে বাহবা পাওয়া আমার জন্য বড় পাওয়া।’
জন্মদিনেই এমন ইতিহাস গড়বেন, সেটা কিছুটা আঁচ করতে পেরেছিলেন কোহলি, ‘আজকের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। টুর্নামেন্টের সবচেয়ে কঠিন দলের মুখোমুখি হয়েছি আমরা। জন্মদিনে সেটা আরও বিশেষ ম্যাচ হয়েছে আমার মনে হচ্ছিল এই বিশ্বকাপেই হয়তো সেই রেকর্ডের মুহূর্তটা আসবে। আমি সেই উত্তেজনা নিয়েই ঘুম থেকে উঠেছিলাম। দলের সবাই আমাদের দারুণ একটা উপহার দিয়েছে।’
মাঝে বেশ খারাপ সময় পার করেছেন কোহলি। এখন নিজের খেলাটা আগের মতোই উপভোগ করছেন বলেই জানান তিনি, ‘আমি নতুনভাবে নিজের খেলাটা উপভোগ করছি। আসলে আমি একটা সময়ে এই জিনিসটা খুব মিস করেছি। ৫০-৬০ রান পেলেও মন ভরছিল না। এখন আমি খুব খুশি, ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আবার উপভোগ করা শুরু করেছি। দলের জন্য ভালো কিছু করতে চাই যা গত অনেক বছর ধরেই করে এসেছি।’
কোহলির সামনে এখন শচীনকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য। এই বিশ্বকাপেই কি ৫০ তম সেঞ্চুরির দেখা পাবেন কোহলি?
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।