বিশ্বকাপে ব্যাটিংয়ে বাংলাদেশ সবচেয়ে বাজে
৬ নভেম্বর ২০২৩ ১৮:১২
দারুণ কিছুর স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই স্বপ্ন এখন রীতিমতো দুঃস্বপ্ন। বিশ্বকাপে নিজেদের প্রথম সাত ম্যাচ খেলে শুধুমাত্র আফগানিস্তানের বিপক্ষেই জিততে পেরেছে বাংলাদেশ। হারতে হয়েছে নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও।
অনেকদিন ধরেই দুর্দান্ত পারফর্ম করছিল বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট। কিন্তু বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি বোলিং ডিপার্টমেন্ট। তবে সবচেয়ে বেশি ডুবিয়েছে ব্যাটিং ডিপার্টমেন্ট। অভিজ্ঞ তামিম ইকবালকে দলের বাইরে রেখে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশের টপ অর্ডার প্রায় প্রতি ম্যাচেই ব্যর্থ হয়েছে। যেটা পরে কুলিয়ে উঠতে পারেনি দল। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে ছয়টিতেই হারের বড় কারণ এই ব্যাটিং ব্যর্থতাই। পরিসংখ্যানেও সেটা উঠে এসেছে।
বিশ্বকাপে এখন পর্যন্ত (বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের আগ পর্যন্ত) সবচেয়ে বাজে ব্যাটিং করেছে বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি উইকেট হারিয়েছে বাংলাদেশ। ১ থেকে ১০ ওভার পর্যন্ত প্রথম পাওয়ার প্লেতে ৭ ম্যাচে ১৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ প্রতি যা ২.২৯টি। প্রথম পাওয়ার প্লেতে এতো উইকেট হরায়নি আর কোনো দল।
রান রেট ও স্ট্রাইক রেটেও সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। প্রতি ১০০ বলে ৭৩.৪৫ রান তুলেছে বাংলাদেশ। বিশ্বকাপের দলগুলোর মধ্যে সবচেয়ে কম স্ট্রাইকরেট এটা। একমাত্র সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপে সুযোগ পাওয়া নেদারল্যান্ডস স্ট্রাইকরেটের দিক দিয়ে আছে বাংলাদেশের ওপরে। ডাচরা প্রতি ১০০ বলে তুলেছে ৭৩.৭৮ রান।
বিশ্বকাপে এখন পর্যন্ত ওভারপ্রতি ৪.৬১ রান তুলেছে বাংলাদেশ। রান রেটের হিসেবেও সবার নিচে বাংলাদেশ। নেদারল্যান্ডস ওভারপ্রতি রান তুলেছে ৪.৮১। শুধুমাত্র বাংলাদেশ ও নেদারল্যান্ডসই ৫ -এর কম রান তুলেছে।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ বনাম শ্রীলংকা