অস্ট্রেলিয়াকে চমকে সেমির পথে এগিয়ে যাবে আফগানিস্তান?
৭ নভেম্বর ২০২৩ ০৯:৫৫
রূপকথার যাত্রায় এখনও সেমির আশা বেঁচে আছে তাদের। শেষ দুই ম্যাচে জিতলে তো বটেই, একটি ম্যাচ জিতেই ইতিহাস গড়ে বিশ্বকাপের সেমিতে উঠে যাওয়ার সম্ভাবনা আছে আফগানিস্তানের। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানরা। টানা পাঁচ ম্যাচ জিতে সেমির পথে অনেকটাই এগিয়ে আছে অজিরা। আজ আফগানদের হারালেই নিশ্চিত হবে সেমি। মুম্বাইতে আজ আবারও দেখা যাবে আফগান চমক নাকি দাপুটে জয়ে আরেকটি সেমিফাইনাল নিশ্চিত করবে অস্ট্রেলিয়া?
পরিসংখ্যান
বিশ্বকাপে দুইবার দেখা হয়েছে দুই দলের। দুইবারই বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের বাইরেও খুব একটা সিরিজ খেলেনি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। মাত্র একবার দেখা হয়েছিল তাদের। সেই ম্যাচেও আফগানরা অজিদের কাছে পাত্তা পায়নি।
পিচ ও কন্ডিশন
ওয়াংখেড়ের পিচে এবারের বিশ্বকাপে রানের বন্যা ছুটেছে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলগুলো তিনবার পার করেছে ৩৫০ রান। আজও একই রকমের পিচ দেখা যেতে পারে। টসে জিতে তাই অনুমেয়ভাবেই ব্যাটিং নিবেন দুই অধিনায়ক। আজ মুম্বাইতে দিনের তাপমাত্রা থাকবে প্রায় ৩৭ ডিগ্রি। তীব্র গরমে তাই বেশ ভালোই ভুগতে হবে দুই দলের ক্রিকেটারদের। সময় গড়ানোর সাথে পিচ ধীরগতির হওয়ার সম্ভাবনা আছে। দুই দলেই তাই থাকবে স্পিনারদের প্রাধান্য।
দলের খবর
ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরছেন গ্লেন ম্যাক্সওয়েল। দেশ থেকে ফিরে যোগ দিয়েছেন মিচেল মার্শও। তবে অস্ট্রেলিয়াকে অসস্তিতে ফেলেছে স্মিথের শারীরিক অবস্থা। গত দুদিন হলো খুব একটা ভালো নেই স্মিথ। নিজেই জানিয়েছেন, তার থেমে থেমে বমি হচ্ছে। অনুশীলনের সময়ও বারবার মাটিতে শুয়ে পড়তে দেখা গেছে তাকে। তাই আজকের ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
আফগান স্কোয়াডে নেই কোন ইনজুরি শঙ্কা। আগের ম্যাচের একাদশ নিয়েই তাই মাঠে নামতে পারেন শাহিদি।
আফগান চমক না অস্ট্রেলিয়ার দাপট?
সাম্প্রতিক সময়ে আফগান ক্রিকেট বোর্ডের সাথে বেশ টানাপোড়ন চলছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। আফগানিস্তানে নারী শিক্ষা ও ক্রিকেটের ওপর নিষেধাজ্ঞার কারণে তাদের সাথে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করেছিল অস্ট্রেলিয়া। এই ইস্যুতে ম্যাচের আগে টুইট করে বেশ সারা ফেলেছেন আফগান পেসার নাভিন উল হক। আজ ম্যাচেও এই উত্তাপতা দেখা যেতে পারে।
টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে হারলেও টানা পাঁচ জয়ে উড়ছে অজিরা। ব্যাটে বলে আফগানদের চেয়ে অনেক এগিয়ে থাকলেও এবারের বিশ্বকাপে রশিদ খানদের পারফরম্যান্স দেখে নিশ্চয়ই তাদের খাটো করে দেখবেন না কামিন্স। বিশেষ করে আফগানদের স্পিন অ্যাটাক সামলাতে বেশ হ্যাপা পোহাতে হতে পারে অজি ব্যাটারদের। শেষ পর্যন্ত ব্যাটে বলের লড়াই কতোটা জমে ওঠে সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
সম্ভাব্য একাদশ (অস্ট্রেলিয়া)
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড,, স্টিভেন স্মিথ/মারনাস ল্যাবুসেন,, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড, মার্কাস স্টোয়নিস।
সম্ভাব্য একাদশ (আফগানিস্তান)
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক/ নূর আহমদ, ফারুকি।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এফএম/এসএস