সাকিবের টাইমড আউটের আপিলে হতাশ ডোনাল্ড
৮ নভেম্বর ২০২৩ ০৯:৪৮
দিল্লিতে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট। হেলমেটের সমস্যার কারণে ব্যাটিং করতে দেরি করায় সাকিবের আবেদনে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে অদ্ভুত এই আউটের শিকার হন ম্যাথিউস। ম্যাচের সময় তো বটেই, ম্যাচের পরেও এই ইস্যুতে আলোচনা সমালোচনা চলছেই। ক্রিকব্লগ নেটকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেছেন, এমন আউটকে একদম সমর্থন করেন না তিনি। সাকিবের এমন আপিলে নিজের অবাক হওয়ার কথাও জানিয়েছেন এই সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার।
ম্যাচ শেষে ম্যাথিউস সংবাদ সম্মেলনে বলেছিলেন, সাকিব ও বাংলাদেশের এমন আচরণে তিনি হতবাক হয়েছেন। ম্যাথিউসের মতো এই আউট অবাক করেছে ডোনাল্ডকেও, ‘এটা আসলে খুবই হতাশাজনক। আমি বুঝতে পারছি সাকিব সুযোগটা নিতে চাইছিল। সে বলেছে জেতার জন্যই সবকিছু করেছে সে। তবে এটা আমার পছন্দ হয়নি। আমি এরকম জিনিস পছন্দ করি না। শ্রীলংকার সর্বকালের সেরা একজন ক্রিকেটার কোন বল না খেলে এভাবে আউট করে ফিরে যাচ্ছেন, এটা দেখা একটা কষ্টকর বিষয়। আই এই আউট করার পক্ষে নই।’
টাইমড আউটের জন্য আপিল করবে বাংলাদেশ, এমনটা কখনোই ভাবেননি ডোনাল্ড, ‘আপনি স্পিরিট অফ দা গেম এবং এরকম ব্যাপার নিয়ে অনেক কিছুই বলতে পারে। আমি ব্যক্তিগত ভাবে এরকম জিনিস দেখতে চাইনা। হা কেউ হয়ত অনেক বুদ্ধিমত্তার সাথে এমন আবেদন করতে পারে। আমি বারবার ভাবছিলাম, এটা কি সত্যিই ঘটছে? এটা শেষ পর্যন্ত সত্যি হবে না! কিন্তু সেটাই হয়েছে। উপযুক্ত কাজ এটাই হতো, যে ম্যাথিউসকে বলা যেত, কোন চিন্তা নেই, তুমি তোমার হেলমেট পরিবর্তন কর, এটার জন্য সময় নাও।’
ক্ষমতা থাকলে এমন আউট হতে দিতেন না বলেই জানিয়েছেন ডোনাল্ড, ‘আমার মনে হচ্ছিল নিজেই মাঠে গিয়ে বলি, যথেষ্ট হয়েছে! আমরা এরকম করি না। আমরা এরকম দল না যারা এমন আউটকে সমর্থন করে। আসলে ব্যাপারটা এত দ্রুত ঘটেছে। আসলে আমি তো হেড কোচ নই। আমি শুধু দেখছিলাম আম্পায়ার এরাসমুস ম্যাথিউসকে মাঠ থেকে চলে যেতে বললেন। ম্যাথিউসকে ফিরে আসতে দেখে আমি খুবই অবাক হয়েছি।’
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এফএম/এসএস
অ্যালান ডোনাল্ড ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ বনাম শ্রীলংকা