Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৩ ১৬:২০

বহু নাটকীয়তার পর তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছিল। বিশ্বকাপের পরপরই দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তামিম এই সিরিজেও থাকছেন না।

অনেকদিন ক্রিকেটের বাইরে আছেন তামিম। গত এক মাস ধরে অনুশীলন করেননি। ফলে সেভাবে প্রস্তুত নন তিনি। তাই নিউজিল্যান্ড সিরিজ খেলতে চাচ্ছেন না তামিম। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তামিমের সঙ্গে আমার কথা হয়েছে। সে বলেছে অনেকদিন অনুশীলনের মধ্যে নেই। সে খেলার জন্য প্রস্তুত নয়।’ বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া তামিম দল ঘোষণার পরপরই পরিবার নিয়ে যুক্তরাজ্যে ঘুরতে বেরিয়েছিলেন। সম্প্রতি দেশে ফিরেছেন। তবে ব্যাট হাতে এখনো অনুশীলনে ফিরেননি।

আগামী ২১ নভেম্বর বাংলাদেশে পা রাখার কথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের। সিলেটে প্রথম টেস্ট শুরু হবে ২৮ নভেম্বর, মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। এরই মধ্যে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ২০ নভেম্বর বাংলাদেশের দল ঘোষণা করার কথা।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানও থাকছেন না এই সিরিজে। আঙুুলে চোট পেয়ে বিশ্বকাপের বাকি অংশ থেকে ছিটকে গেছেন সাকিব। ইতোমধ্যেই দেশে ফিরে এসেছেন তিনি। সাকিবের মাঠে ফিরতে অন্তত পাঁচ সপ্তাহ সময় লাগার কথা।

অবশ্য জানা গেছে, আগে থেকেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা না খেলার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন সাকিব। বিশ্বকাপের পরপরই পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ভেবে রেখেছিলেন। ইনজুরি এখন সেই যাত্রাটাকে নিশ্চিত করে দিলো।

বিজ্ঞাপন

সাকিবের অনুপস্থিতিতে টেস্ট দলের নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সহ-অধিনায়ক লিটন দাসের নাকি খণ্ডকালিন অধিনায়ক হতে আপত্তি। কিন্তু বিসিবি তাকে আপাতত পূর্ব মেয়াদে অধিনায়ক বানাতেও চায় না। এদিকে, অভিজ্ঞ মুশফিকুর রহিম নেতৃত্ব নিতে আগ্রহী না। সে হিসেবে নাজমুল হোসেন শান্ত বা মেহেদি হাসান মিরাজের মধ্য থেকে একজনকেই হয়তো দেখা যাবে নিউজিল্যান্ড সিরিজে নেতৃত্ব দিতে।

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর