Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে জয় পেল ইংল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৩ ২২:৫১

কোথায় ছিল এই ইংল্যান্ড! বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে আজ এই প্রশ্ন তোলাই যায়। বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ হারা ইংল্যান্ড ব্যাট-বল দুই বিভাগেই নেদারল্যান্ডসকে আজ স্রেফ উড়িয়ে দিয়েছে। বেন স্টোকসের সেঞ্চুরিতে আগে ব্যাটিং করে ৩৩৯ রান তুলেছিল ইংল্যান্ড। পরে নেদারল্যান্ডসকে গুটিয়ে দিয়েছে ১৭৯ রানেই।

যাতে ১৬০ রানের বড় জয় পেয়েছে ইংল্যান্ড। ইংলিশরা বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পরেছে আগেই। সেরা আটে থেকে বিশ্বকাপ শেষ করাটা এখন চ্যালেঞ্জ তাদের সামনে। কারণ বিশ্বকাপের সেরা আট দল ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে। আজকের বড় জয়ে সেই সুযোগটা উজ্জ্বল হলো ইংল্যান্ডের।

বিজ্ঞাপন

বড় জয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড। ফলে আটে নেমে গেছে বাংলাদেশ। এরপর আছে শ্রীলংকা ও নেদারল্যান্ডস। এই চার দলেরই পয়েন্ট ৪। ম্যাচ বাকি আছে ১টি করে। অর্থাৎ চার দলেরই সুযোগ আছে শেষ আটে থাকার। তবে এই চার দলের মধ্যে শেষ আটে থাকবে দুই দল।

বুধবার (৮ নভেম্বর) পুনেতে ব্যাটিংয়ের মতো ইংল্যান্ডের বোলিংটাও হয়েছে দারুণ। ক্রিস ওকস, ডেভিড উইলির পেসের সামনে টিকে থাকতে পারেনি ডাচরা। ১৩ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে নেদারল্যান্ডস। এরপর সিব্র্যান্ড এঙ্গেলব্রেথট ও ওয়েসলি বারেসির জুটিটা বড় হচ্ছিল।

বারোসি ৬২ বলে ৩৭ রানে করে রান আউট হলে এই জুটি ভাঙে। অধিনায়ক স্কট এডওয়ার্ডস এরপর হাল ধরতে চেয়েছেন। কিন্তু সেভাবে সঙ্গ পাননি। নিজের ইনিংসটাকেও বড় করতে পারেননি এডওয়ার্ডস। ৪২ বলে মঈন আলীর বলে ৩৮ রান করে ফিরেছেন।

তেজা নিদামানুরু সাতে নেমে বেশ ভালোই খেলছিলেন। কিন্তু তাকে ক্রিজে রেখেই অলআউট হয়েছে নেদারল্যান্ডস। ৩৭.২ ওভারে ১৭৯ রানে গুটিয়ে গেছেন ডাচরা। নিদামানুরু ৩৪ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের হয়ে মঈন আলী ও আদিল রশিদ তিনটি করে উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। তবে দলীয় ৪৮ রানে ১৭ বলে ১৫ রান করে আউট হন বেয়ারস্টো। এরপর উইকেটে আসা জো রুটকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মালান। ৮৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১৩৩ রানে ৩৫ বলে ২৮ রান করে সাজঘরে ফিরে যান রুট।

এরপর ৪৫ রান যোগ করতেই ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ইংল্যান্ড। ৭৪ বলে ৮৭ রান করে আউট হন মালান। এরপর দলীয় ১৯২ রানে ১৫ বলে ৪ রান করে মইন আলি আউট হলে আরও চাপে পড়ে ইংল্যান্ড। তবে এরপর বেন স্টোকস ও ক্রিস ওকসের ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড।

মারমুখি ব্যাটিংয়ে ৭৮ বলে শতক পূরণ করেন স্টোকস। আর তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন ওকস। অর্ধশতক পূর্ণ করে দলীয় ৩২১ রানে ৪৫ বলে ৫১ করে আউট হন ওকস। তার বিদায়ের পর দ্রুত সাজঘরে ফিরে যান ডেভিড উইলি। তবে একপ্রান্তে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন স্টোকস। তবে ইনিংসের দুই বল বাকী থাকতে ৮৪ বলে ১০৮ রান করে আউট হন তিনি।শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। নেদারল্যান্ডসের পক্ষে বাস ডি লিডি নেন ৩টি উইকেট।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর