বাবরের ২ বছরের রাজত্বের অবসান, র্যাংকিংয়ে শীর্ষে গিল
৯ নভেম্বর ২০২৩ ১২:৫৩
প্রায় দুই বছর ধরে শীর্ষস্থান ধরে রেখেছিলেন পাকিস্তানের বাবর আজম। দীর্ঘ সেই রাজত্বের অবসান ঘটেছে। ভারতের তরুণ ব্যাটিং তুর্কি শুভমান গিল থামালেন বাবরের শ্রেষ্ঠত্বের যাত্রা। ওয়ানডের জন্য আইসিসির নতুন র্যাংকিংয়ে প্রথমবারের মতো ১ নম্বরে উঠে এসেছেন গিল।
বাবরের রাজত্বের অবসান ঘটানো গিল চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে র্যাংকিংয়ের শীর্ষে ওঠার মাইলফলক স্পর্শ করেছেন। অন্যদিকে বোলিংয়েও শীর্ষস্থানের দখল ধরে রেখেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ।
গত কয়েক বছর ধরেই ওয়ানডেতে দারুণ ফর্মে থাকা বাবর এই বিশ্বকাপে নিজেকে হারিয়ে খুঁজছেন। বড় ম্যাচে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি। ৮ ইনিংসে বাবরের রান ২৮২। চারটি অর্ধশতক থাকলেও একটিও শতকের দেখা পাননি, সর্বোচ্চ রান আফগানিস্তানের বিপক্ষে ৭৪।
অন্যদিকে ডেঙ্গুর কারণে শুরুর দুই ম্যাচ মিস করা গিল পরের ছয় ম্যাচে করেছেন ২১৯ রান। ছয় ইনিংসে পেয়েছেন দুটি অর্ধশতক। সর্বোচ্চ রান শ্রীলংকার বিপক্ষে ৯২। বিশ্বকাপের এমন সাধারণ মানের পারফরম্যান্সের কারণই বাবরের রেটিং পয়েন্ট কমেছে। আর তাতেই শীর্ষে উঠে গেছেন গিল।
গিলের আগে মাত্র তিন ন ভারতীয় ব্যাটার ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন। কিংবদন্তি শচীন টেন্ডুলকার, ২০১১ সালে ভারতের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর টেন্ডুলকার-পরবর্তী সময়ে ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলিই কেবল এই কীর্তি গড়তে সক্ষম হয়েছিলেন।
ব্যাটিংয়ে শীর্ষ দশে ভারতের রয়েছেন আরও দুজন। বিরাট কোহলি রয়েছেন চতুর্থ স্থানে, অধিনায়ক রোহিত শর্মার অবস্থান ষষ্ঠ। বিশ্বকাপে অভাবনীয় পারফরম্যান্স দেখানো প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক রয়েছেন ৩-এ, ৫ নম্বরে রয়েছেন অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার, ৭ নম্বরে আরেক প্রোটিয়া ব্যাটার রসি ভ্যান ডার ডুসেন। আয়ারল্যান্ডের হ্যারি টেকটর, দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন আর ইংল্যান্ডের দাভিদ মালান ৮ থেকে ১০ নম্বর অবস্থানে রয়েছেন আগের মতোই।
ব্যাটিংয়ের মতো বোলিংয়েও দাপট ভারতের। বিশ্বকাপে দারুণ ফর্মে থাকা মোহাম্মদ সিরাজ শীর্ষস্থানটি দখলে রেখেছেন। সেরা দশে আছেন ভারতের আরও তিন বোলার— কুলদিপ যাদব (৪ নম্বরে), জাসপ্রিত বুমরাহ (৮) ও মোহাম্মদ শামি (১০)।
বোলিংয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ, তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার লেগি অ্যাডাম জাম্পা। ৫ ও ৬ নম্বরে রয়েছেন যথাক্রমে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। আফগানিস্তানের রশিদ খান এক ধাপ এগিয়ে সপ্তম। এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।
অলরাউন্ডারের র্যাংকিংয়ে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। জিম্বাবুয়ের সিকান্দার রাজা, আফগানিস্তানের রশিদ খান ও পাপুয়া নিউগিনির আসাদ ভালা রয়েছেন পরের তিনটি স্থানে।
এ ছাড়া অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল চার ধাপে এগিয়ে রয়েছেন ৬ নম্বরে। পরের স্থানগুলোতে রয়েছেন ওমানের জিসান মাকসুদ, দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও ভারতের রবীন্দ্র জাদেজা।
এদিকে ব্যাটারদের র্যাংকিংয়ে ৩১তম অবস্থানে থেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্থানে আছেন মুশফিকুর রহিম। সাকিব রয়েছেন ৪২ নম্বরে। মাহমুদুল্লাহ রয়েছেন ৪৮ নম্বরে। বাংলাদেশের আর কোনো ব্যাটার শীর্ষ পঞ্চাশে জায়গা করে নিতে পারেননি।
বোলিংয়ে ২৩তম অবস্থানে থেকে সাকিবই বাংলাদেশের সেরা বোলার। এ ছাড়া ৪০তম স্থানে আছেন মেহেদি হাসান মিরাজ, ৪১ নম্বরে মোস্তাফিজুর রহমান। শীর্ষ পঞ্চাশে বাংলাদেশের আর কোনো বোলার নেই। তবে শীর্ষ ২০ অলরাউন্ডারের তালিকায় ১১ নম্বরে রয়েছেন মেহেদি হাসান মিরাজ।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এফএম/টিআর
আইসিসি ওয়ানডে র্যাংকিং ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাবর আজম শুভমান গিল সাকিব আল হাসান