Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন ম্যাক্সওয়েল?

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৩ ১৮:৪৩

একদিন আগে ক্রিকেট বিশ্বকে বিস্মিত করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। দুই পায়েই ক্র্যাম্প নিয়ে অবিশ্বাস্য এক ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে প্রায় একাই জিতিয়ে দিয়েছেন ম্যাক্সি। আফগানিস্তানের ২৯১ রানের জবাব দিতে নেমে ৯১ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। সেই অবস্থা থেকে দলকে টানতে গিয়ে দুই পায়েই ক্র্যাম্প হয় ম্যাক্সওয়েলের। ব্যথায় ক্রিজে লুটিয়ে পড়লেন একবার। তাতে তার পিঠেও টান পরে। তবুও ১২৮ বল খেলে ২০১ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন ম্যাক্সওয়েল।

বিজ্ঞাপন

কেউ কেউ বলছেন ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংস এটাই। ক্রিকেটের সবাই ম্যাক্সওয়েলের প্রসংশায় পঞ্চমুখ। দুই পায়ে ক্র্যাম্প হওয়া ও পিঠে ব্যথা পাওয়া ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচ কি খেলতে পারবেন? অজি পেসার জস হ্যাজেলউডের প্রত্যাশা, পরবর্তী ম্যাচের আগেই সেরে উঠবেন ম্যাক্সওয়েল।

আগামী ১১ বাংলাদেশের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচটা খেলতে নামবে অস্ট্রেলিয়া। অবশ্য এই ম্যাচের আগেই অজিদের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। সেমিফাইনালের প্রতিপক্ষও নিশ্চিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল খেলবেন অজিরা। ফলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা তাদের জন্য ততোটা গুরুত্বপূর্ণ নয়। তবু ম্যাক্সওয়েল হয়তো  খেলতেই চাইবেন! হ্যাজেলউডের কথায় তেমনটাই বুঝা গেল।

পরবর্তী ম্যাচের আগে ম্যাক্সওয়েল ফিরে আসবেন কিনা এমন প্রশ্নে হ্যাজেলউড বলেন, ‘আমি তাই মনে করি। এটি আপনার হাইড্রেশন পাওয়ার ব্যাপার এবং আপনার ওজনকে আগের জায়গায় ফিরিয়ে আনবে। আমি মনে করি না সে খুব বেশি কিছু করবে এবং কয়েক দিনের মধ্যেই ফিরে আসবে।’

অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ না হলেও এই ম্যাচটা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। অন্য দলগুলোর ফলাফল প্রত্যাশা মতো না হলে এই ম্যাচের ওপর বাংলাদেশের চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নির্ভর করবে।

এদিকে, এই ম্যাচে বাংলাদেশ সাকিব আল হাসানকে পাচ্ছে না সেটা নিশ্চিত। আঙুলের চোটের কারণে ছিটকে গেছেন সাকিব।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ গ্লেন ম্যাক্সওয়েল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর