Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টস জিতে আগে ব্যাটিংয়ে আফগানিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৩ ১৪:৪৫

কাগজে-কলমে আফগানিস্তানের বিশ্বকাপ সেমিফাইনালের সম্ভবনা টিকে থাকলেও সেটা রীতিমতো অসম্ভব। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষটা রাঙানোর লক্ষ্যই কেবল ঠিক করতে পারে আফগানিস্তান। এই লক্ষ্যে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

পুরো বিশ্বকাপ জুড়েই আগে ব্যাটিং করার সুযোগ পেলে রান বন্যা বইয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে টস জিতে ব্যাটিং বেছে নিতে বেশি ভাবতে হয়নি আফগান অধিনায়ক শহিদিকে।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার জন্য এই ম্যাচটা অবশ্য নিয়মরক্ষারই। কারণ আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছেন প্রোটিয়ারা। তবে সেমির আগে নিশ্চয় হারতে চাইবে না দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, টেমবা বাভুমা (অধিনায়ক), রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েটজে, আন্দিল ফেহলুকোয়ায়ো ও লুঙ্গি এনগিদি।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবার, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ উমরজাই, ইব্রাহিম আলিখিল, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব-উর রহমান, নুর আহমেদ ও নাভীন উল-হক।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর