Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবকে মিস করব: হাথুরুসিংহে

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৩ ১৬:৪৭

বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সাকিব আল হাসান। আগের ম্যাচগুলোতে সেভাবে সুবিধা করতে না পারলেও শ্রীলংকার বিপক্ষে বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেছিলেন ৬৫ বলে ৮২ রান। বাংলাদেশও ম্যাচটা জিতেছিল। তবে সেই ম্যাচেই আঙুলে চোট পেয়ে অন্তত পাঁচ সপ্তাহের জন্য ছিটকে গেছেন সাকিব।

রাত পোহালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, ব্যাটার ও অধিনায়ক সাকিবকে মিস করবে বাংলাদেশ।

শুক্রবার (১০ নভেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন হাথুরুসিংহে। সাকিব প্রসঙ্গে হেড কোচ বলেন, ‘যখন আপনার কাছে সাকিবের মতো ক্রিকেটার থাকবে, এক নম্বর অলরাউন্ডার, একজন ক্রিকেটার দুজনের কাজ করে, তাকে ছাড়া নতুন কম্বিনেশনে খেলা কঠিন। সাকিব না থাকায় বোলিংয়ে যে শূন্যতা তৈরি হবে, সেটা একজন স্পিনার কিংবা একজন পেসার দিয়ে পূরণ করার চেষ্টা করব। ব্যাটিংয়ে সাকিবকে মিস করতে যাচ্ছি, তার নেতৃত্বও। সুতরাং এটা কঠিন।’

শ্রীলংকা ম্যাচের আগে বিশ্বকাপে টানা ছয় ম্যাচ হেরেছিল বাংলাদেশ। নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও হেরেছে টাইগাররা। যা নিয়ে তুমুল সমালোচনা চলছে বাংলাদেশ ক্রিকেটে।

আগেই ব্যর্থতার দায় স্বীকার করেছেন হাথুরুসিংহে। আজও বললেন, ‘এমন পারফরম্যান্স হতাশার। আমরা প্রত্যাশামতো পারফর্ম করতে পারিনি।’

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর