পাওয়ার প্লে’তে লিটন-তামিমের দাপট
১১ নভেম্বর ২০২৩ ১১:৫০
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট কাটতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। অন্যদিকে সেমি নিশ্চিত হওয়ায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি এখন নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচ অস্ট্রেলিয়ার জন্য। এমন অবস্থায় টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় অজিরা। ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’তে বাংলাদেশের উদ্বোধনী জুটির দাপট। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৬২ রান তুলেছেন লিটন দাস এবং তানজিদ হাসান তামিম।
বেশ দেখে-শুনেই ব্যাটিং করছেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস। তাতে শুরুতে কোনো বিপর্যয় হয়নি। পঞ্চম ওভারের চতুর্থ বলে এসে প্রথম বাউন্ডারি মারেন লিটন দাস। পরের ওভারে তানজিদ মারেন আরও দুটি বাউন্ডারি। ফলে ধীরে ধীরে খোলস খুলতে শুরু করেছেন তারা।
এরপর শুরুতে বেশ দেখে শুনে খেললেও ধীরে ধীরে খোলস খুলতে শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। পঞ্চম ওভারে এসে প্রথম বাউন্ডারি পেলেও এরপর নিয়মিত বাউন্ডারি মেরে রানের চাকা সচল রেখেছেন তারা। শেন অ্যাবটের করা অষ্টম ওভারে তিনটি চার মারেন লিটন। পরের প্রথম বলেই উইকেট ছেড়ে এসে দারুণ এক বাউন্ডারি মেরে দলীয় ফিফটি পূরণ করেন তানজিদ। ৫০ বলে এসেছে বাংলাদেশের দলীয় অর্ধশত।
১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৬২ রান। তানজিদ ২৮ ও লিটন ২৪ রানে ব্যাটিং করছেন।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ তানজিদ হাসান তামিম বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লিটণ দাস