Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানকে সামনে পেয়ে ‘জ্বলে’ উঠল ইংল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৩ ১৯:০৯

কাগজে-কলমে বিশ্বকাপের সেমিফাইনালে উঠার ক্ষীণ একটা সম্ভবনা ছিল পাকিস্তানের। ইংল্যান্ডকে হারাতে হবে বিশাল ব্যবধানে। ইংল্যান্ড এবারের বিশ্বকাপে যেমন হতশ্রী ক্রিকেট খেলছে তাতে পাকিস্তানের কিছু সমর্থক হয়ত সেই ‘বিশাল জয়ে’র দিকে তাকিয়েও ছিলেন! কিন্তু পাকিস্তানকে সামনে পেয়ে উল্টো জ্বলে উঠল ইংল্যান্ড। আগে ব্যাটিং করতে নেমে ৩৩৭ রান তুলেছে ইংল্যান্ড।

শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। পরে দারুণ দুটি কার্যকারী ইনিংস খেলেছেন জো রুট ও বেন স্টোকস। শেষ দিকে হ্যারি ব্রুকসের ক্যামিওতে ৩৩৭ রান তুলেছে ইংল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে এই রানের সংগ্রহ কঠিনই।

শনিবার (১১ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। পুরো বিশ্বকাপে ভুগতে থাকা ইংলিশরা আজ ব্যাটিংটাও করেছে বেশ ভালো। নতুন বলে শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফকে বেশ ভালোই সামলেছেন ইংলিশ দুই ওপেনার।

ওভারপ্রতি ৬ এর বেশি করে রান তুলে প্রথম উইকেটে ৮২ রান তোলেন ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। ৩৯ বলে মালান ইফতিখার আহমেদের শিকার হলে ওপেনিং জুটি ভাঙে। ৬১ বলে ৭টি চার ১টি ছয়ে ৫৯ রান করা জনি বেয়ারস্টোকে ফিরিয়েছেন হারিস রউফ।

এরপর জো রুট আর বেন স্টোকসের মধ্যে দুর্দান্ত একটা জুটি হয়েছে। তৃতীয় উইকেটে ১৩১ বলে ১৩২ রান তোলেন দুজন। দুর্দান্ত খেলতে থাকা বেন স্টোকস ফিরেছেন সেঞ্চুরির একদম কাছে গিয়ে। ৭৬ বল খেলে ১১টি চার ২টি ছক্কায় ৮৪ রান করে ফিরেছেন স্টোকস। রুট ৭২ বলে ৪টি চারে ৬০ রান করেছেন। শেষ দিকে হ্যারি ব্রুকস ২টি করে চার-ছয়ে মাত্র ১৭ বলে ৩০ রান করেন।

৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রানে থেমেছে ইংল্যান্ড। ১০ ওভারে ৬৪ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন হারিস রউফ। ১০ ওভারে ৭২ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। অপর পেসার মোহাম্মদ ওয়াসিমও নিয়েছেন দুই উইকেট।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর