অপরাজিত থেকেই সেমিতে যাবে ভারত?
১২ নভেম্বর ২০২৩ ০৯:২৪
টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে এখনো হারের স্বাদ পায়নি ভারত, সবার আগে সেমিও নিশ্চিত করেছে তারাই। অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করার পথে আজ রোহিত-কোহলিদের সামনে বিশ্বকাপে চমক দেখানো নেদারল্যান্ডস। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতে অপরাজেয় থেকেই সেমির প্রস্তুতি সারবে ভারত? না অবিশ্বাস্য কিছু করে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন সত্যি করবে ডাচরা?
পরিসংখ্যান
ওয়ানডেতে দুই দলের দেখা হয়েছে মাত্র দুইবার, দুবারই বিশ্বকাপে। ২০০৩ ও ২০১১ বিশ্বকাপের দুই ম্যাচে ভারতই জয় নিয়ে মাঠ ছেড়েছে। তবে ২০০৩ সালের ম্যাচে হেরেও ম্যাচসেরা হয়েছিলেন নেদারল্যান্ডসের টিম ডি লিড, আজ তার ছেলে বাস ডি লিড থাকছেন ভারতের বিপক্ষে ম্যাচে।
পিচ ও কন্ডিশন
বেঙ্গালুরুর পিচে রানের বন্যা বইছে। পাকিস্তানের বিপক্ষে ৩৬৭ করেছিল অস্ট্রেলিয়া, পাকিস্তানের সাথে ৪০২ রানের পাহাড়সমান লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। সেই লক্ষ্য আবার টপকেও গেছে পাকিস্তান! আজও তাই এই পিচে প্রচুর রান দেখা যাবে বলেই ধারণা করা হচ্ছে। টসে জিতে কোন দ্বিধা ছাড়াই ব্যাটিং নেবেন অধিনায়ক।
দলের খবর
সেমি নিশ্চিত হয়ে যাওয়ার ভারতীয় দলে দেখা যেতে পারে বেশ কিছু পরিবর্তন। বিশ্রামে থাকতে পারে স্পিনার কুলদিপ যাদব, পেসার জাসপ্রিত বুমরাহ। একাদশে থাকতে পারেন অশ্বিন ও স্কোয়াডে নতুন আসা পেসার প্রাদিস কৃষ্ণা।
নেদারল্যান্ডস একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামবে ডাচরা।
চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন কি সত্যি হবে ডাচদের?
পাকিস্তানের বিপক্ষে জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করেছে ইংল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে শেষ তিন অবস্থানে আছে বাংলাদেশ, শ্রীলংকা ও নেদারল্যান্ডস। আজ ভারতের কাছে হেরে গেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে ডাচদের। শুধুমাত্র জয় পেলেই বাংলাদেশকে টপকে সেরা আটে থাকবে তারা। কাগজে কলমে ভারতের সাথে জয়টা অসম্ভব মনে হলেও এবারের বিশ্বকাপে ডাচ রূপকথা আশা জাগাতেই পারে সমর্থকদের মনে।
অন্যদিকে অপরাজেয় ভারত গ্রুপ পর্বটা বড় জয়েই শেষ করতে চাইবে। সেমিতে নিউজিল্যান্ডে বিপক্ষে মাঠে নামার আগে ব্যাটে-বলে শেষবার নিজেদের ঝালিয়ে নিতে চাইবেন রোহিতরা।
সম্ভাব্য একাদশ (ভারত)
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ/প্রাদিস কৃষ্ণা, কুলদ্বীপ যাদব/ অশ্বিন ও মোহাম্মদ সিরাজ।
সম্ভাব্য একাদশ (নেদারল্যান্ডস)
ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্রান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস, বাস ডে লেডে, সাকিব জুলফিকার, লোগান ফন বিক, রোলফ ফন ডার মারওয়ে, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এফএম/এসএস