Thursday 24 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কত টাকা পেল অষ্টম হয়ে বিশ্বকাপ শেষ করা বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৩ ১৮:২২ | আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৮:৩২

বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু ফিরতে হয়েছে রীতিমতো দুঃস্বপ্নকে সঙ্গী করে। বিশ্বকাপে আট ম্যাচ খেলে ছয়টিতেই হেরেছে বাংলাদেশ, হারতে হয়েছে নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও। দশ দলের বিশ্বকাপে অষ্টম হয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ। তবে পারফরম্যান্সে প্রত্যাশা পুরণ না হলেও মোটা অঙ্কের প্রাইজমানি পাচ্ছে বাংলাদেশ।

বিশ্বকাপে প্রাইজমানি হিসেবে বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি টাকা পাবে বাংলাদেশ দল। বিশ্বকাপে দলগুলোর মধ্যে অর্থ বণ্টনের হিসেবটা এমন- প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৪০ হাজার মার্কিন ডলার পাবে দলগুলো। আর অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ১ লাখ ডলার।

বিজ্ঞাপন

বাংলাদেশ বিশ্বকাপে দুই ম্যাচ জিতেছে, আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে। সে হিসেবে ৮০ হাজার ডলার পাবে বাংলাদেশ দল। আর অংশগ্রহণকারী হিসেবে ১ লাখ ডলার। মোট ১ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশ মুদ্রায় যা প্রায় ২ কোটি টাকা।

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে আজ সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় আজ সকাল পৌনে ১০টায় দেশে ফিরেন ক্রিকেটাররা।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর