Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ম্যাচ হাতে রেখেই জাতীয় লিগে চ্যাম্পিয়ন ঢাকা বিভাগ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৩ ২০:৪৫ | আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ২০:৪৯

ঢাকা বিভাগের এবারের জাতীয় ক্রিকেট লিগ শিরোপা জয় অনেকটা নিশ্চিত হয়েই ছিল। যে আনুষ্ঠানিকতাটা বাকি ছিল আজ সিলেট বিভাগকে হারিয়ে সেটা সেরেছে ঢাকা। জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে সিলেটকে ৫২ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করল ঢাকা।

পঞ্চম রাউন্ড শেষে চার জয় ও এক ড্রয়ে ঢাকার পয়েন্ট ৩৭। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঢাকা মহানগর। অর্থাৎ শেষ রাউন্ডে ঢাকা মহানগর বোনাস পয়েন্টসহ জিতলেও ঢাকা বিভাগকে ধরতে পারবে না। জাতীয় লিগের শেষ রাউন্ডের খেলা শুরু হবে ১৮ নভেম্বর।

বিজ্ঞাপন

জাতীয় ক্রিকেট লিগে এ নিয়ে সপ্তম শিরোপা জিতল ঢাকা বিভাগ। ২০২১-২২ মৌসুমে সর্বশেষ শিরোপা জিতেছিল দলটি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ জিততে ৬ উইকেট প্রয়োজন ছিল ঢাকা বিভাগের। দ্বিতীয় ইনিংসে সিলেটের সামনে ২১০ রানের লক্ষ্য ছুড়ে দেয় দলটি। গতকাল ৩৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে সিলেট।

সে হিসেবে আজ জয়ের জন্য সিলেটের দরকার ছিল ১৭০ রান, আর ঢাকা বিভাগের ৬ উইকেট। লক্ষ্যের আশেপাশেও যেতে পারেনি সিলেট বিভাগ। তারা দ্বিতীয় ইনিংসে শেষ পর্যন্ত গুটিয়ে গেছে ১৫৭ রানেই। সিলেটের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন অধিনায়ক জাকির হাসান। ঢাকা বিভাগের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন শুভগত হোম চৌধুরী।

এদিকে লিগে দিনের অপর ম্যাচে রংপুর বিভাগ ও ঢাকা মহানগরের ম্যাচটা ড্র হয়েছে।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

জাতীয় ক্রিকেট লিগ ঢাকা বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর