Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রুপ পর্ব শেষে ব্যাট-বল হাতে শীর্ষে কোহলি-জাম্পা

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৩ ১৪:৪২

সোমবার ভারত ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে। সেমিফাইনালে স্বাগতিক ভারতের সঙ্গে জায়গা করে নিয়েছে গত দুই আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ড, বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তবে ব্যক্তিগতভাবে অনেক ক্রিকেটারই আলাদাভাবে কেড়েছেন নজর।

আর ব্যাট ও বল হাতে অসাধারণ পারফর্ম করা ও স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া ক্রিকেটারদের সংখ্যাও কম নয়। এবারের আসরের সবচেয়ে বেশি রান সংগ্রহ ও উইকেট শিকার করা খেলোয়াড়দের তালিকা নিচে তুলে ধরা হলো দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য:

বিজ্ঞাপন

সর্বোচ্চ রান সংগ্রাহক:

নাম ম্যাচ রান গড় স্ট্রাইক রেট সর্বোচ্চ ১০০ ৫০
বিরাট কোহলি ৫৯৪ ৯৯ ৮৮.৫২ ১০৩*
কুইন্টন ডি কক ৫৯১ ৬৫.৬৬ ১০৯.২৪ ১৭৪
রাচিন রবীন্দ্র ৫৬৫ ৭০.৬২ ১০৮.৪৪ ১২৩*
রোহিত শর্মা ৫০৩ ৫৫.৮৮ ১২১.৪৯ ১৩১
ডেভিড ওয়ার্নার ৪৯৯ ৫৫.৪৪ ১০৫.৪৯ ১৬৩
ভ্যান ডার ডুসেন ৪৪২ ৫৫.২৫ ৮৮.৫৭ ১৩৩
মিচেল মার্শ ৪২৬ ৬০.৮৫ ১০৯.৫১ ১৭৭*
শ্রেয়াস আইয়ার ৪২১ ৭০.২১ ১০৬.৫৮ ১২৮*
ড্যারিল মিচেল ৪১৮ ৫৯.৭১ ১১০.৫৮ ১৩০
দাভিদ মালান ৪০৪ ৪৪.৮৮ ১০১ ১৪০

সর্বোচ্চ উইকেট শিকারি:

নাম ম্যাচ উইকেট গড় ইকোনমি সেরা বোলিং ৪/৫ উইকেট
অ্যাডাম জাম্পা ২২ ১৮.৯০ ৫.২৬ ৪/৮ ৩/০
দিলশান মাদুশাঙ্কা ২১ ২৫ ৬.৭০ ৫/৮০ ১/১
জেরাল্ড কোয়েটজ ১৮ ১৯.৩৮ ৬.৪০ ৪/৪৪ ১/০
শাহিন শাহ আফ্রিদি ১৮ ২৬.৭২ ৫.৯৩ ৫/৫৪ ০/১
জাসপ্রিত বুমরাহ ১৭ ১৫.৬৪ ৩.৬৫ ৪/৩৯ ১/০
মার্কো ইয়ানসেন ১৭ ২৪.৪১ ৬.৪১ ৩/৩১ ০/০
মোহাম্মদ শামি ১৬ ৯.৫৬ ৪.৭৮ ৫/১৮ ১/২
রবিন্দ্র জাদেজা ১৬ ১৮.২৫ ৩.৯৭ ৫/৩৩ ০/১
মিচেল স্যান্টনার ১৬ ২৪.৮৭ ৪.৮১ ৫/৫৯ ০/১
বাস ডি লিড ১৬ ৩০.৪৩ ৭.২৬ ৪/৬২ ১/০

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর