বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তানের দায়িত্ব ছাড়লেন মরকেল
১৩ নভেম্বর ২০২৩ ১৮:৩৬
ভারত বিশ্বকাপে ভরাডুবি পাকিস্তানের। আর এরপরেই দলে রদবদলের তোরজোড়। বিশ্বকাপ চলাকালীন বাবর আজমের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। নতুন শুরুর আগে বিষয়টি নিয়ে সিদ্ধান্তে আসতে পারে পিসিবি। কোচিং স্টাফেও আসতে পারে পরিবর্তন। কোচিং স্টাফের মধ্যে সর্বপ্রথম পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মর্নে মরকেল। পাকিস্তানের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি।
সোমবার (১৩ নভেম্বর) পদত্যাগ করেছেন মরকেল। বিষয়টি পিসিবি এক বার্তায় নিশ্চিত করেছে।
মরকেলের চুক্তির মেয়াদ শেষ পর্যায়ে ছিল। গত জুনে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে ছয় মাসের চুক্তিতে কাজ করতে সম্মত হন। তবে ডিসেম্বরে যেহেতু পাকিস্তান তিন ম্যাচের টেস্ট খেলতে অস্ট্রেলিয়া যাবে। তিনি ওই সিরিজ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে পারতেন।
তার আগেই দায়িত্ব ছাড়লেন মরকেল। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে পাকিস্তান দল নয় ম্যাচের মধ্যে চারটি জিতে সেমিফাইনালের আগে বিদায় নিয়েছে। দলটির পেস বোলিং লাইন আপ প্রত্যাশা মেটাতে পারেনি। শাহিন শাহ আফ্রিদি শেষ দিকে ফর্মে ফিরে ১৮ উইকেট নিলেও আসরের শুরুতে ভালো বোলিং করতে পারেননি।
পাকিস্তানের পেস বোলিং লাইন আপের অন্যতম ভরসার নাম ছিলেন হ্যারিস রউফ। কিন্তু তিনি খুবই বাজে বোলিং করায় অনেক ম্যাচেই ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। সুইংয়ের কথা চিন্তা করে হাসান আলীকে দলে নিলেও ব্যর্থ হন তিনি। প্রত্যাশা মেটাতে পারেননি ওয়াসিম জুনিয়রও। সব মিলিয়ে ব্যর্থতার দায় মাথায় নিয়ে কোচের পদ ছাড়লেন মরকেল।
পিসিবি জানিয়েছে, দ্রুতই মরকেলের জায়গায় কে দায়িত্ব পালন করবেন তা জানানো হবে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, মরকেলের জায়গায় পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পেতে পারেন ওমর গুল।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ পাকিস্তান পাকিস্তানের বোলিং কোচ মরনি মরকেল