এবার না হলে এক যুগ অপেক্ষা করতে হবে: শাস্ত্রী
১৪ নভেম্বর ২০২৩ ১৫:২১
প্রথমবারের মতো ১৯৮৩ সালে কপিল দেবের হাত ধরে ভারতে এসেছিল ওয়ানডে বিশ্বকাপের শিরোপা। এরপর ২৮ বছর পর ২০১১ সালে ঘরের মাঠে শ্রীলংকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরেছিল ভারত। সেবার ভারতের নেতৃত্বে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। সময় বদলেছে। বিশ্বকাপ জয়ের ১২ বছর পেরিয়েছে। ২০২৩ সালে এসে আবারও ঘরের মাঠে বিশ্বকাপ। ভারতও আছে দুর্দান্ত ছন্দে। আর তাই তো শিরোপা জয়ের দৌড়ে ভারত আছে সবার আগে। ভারতীয় কিংবদন্তি রবি শাস্ত্রীও বেশ আত্মবিশ্বাসী দল নিয়ে। তবে শঙ্কা জানিয়েছেন, এবার বিশ্বকাপ জিততে না পারলে অপেক্ষা বাড়বে আরও এক যুগের।
ভারতের সাবেক ক্রিকেটার, হেড কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর মতে, এবার ভালো ছন্দে আছে ভারত। এবার যদি তারা চ্যাম্পিয়ন হতে না পারে তাহলে শিরোপা ঘরে তুলতে আরও তিনটি বিশ্বকাপ পেরিয়ে যাবে তাদের।
রবি শাস্ত্রী বলেন, ‘দেশে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বিরাজ করছে। ১২ বছর পর বিশ্বকাপ জিতবে এই আশায় সকলে। দলের ভালো সুযোগও আছে। যেভাবে তারা খেলছে, এটাই সম্ভবত সেরা সুযোগ। তারা যদি এবার সুযোগ মিস করে তাহলে চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করা ছাড়াই আরও তিনটি আসর কেটে যাবে।’
অধিনায়ক রোহিত শর্মা, সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি দুর্দান্ত ক্রিকেট খেলছেন। বুমরাহ-শামি ছন্দে আছেন। সূর্যকুমার-জাদেজা সেরাটা দিচ্ছেন। শাস্ত্রীর মতে, ছয়-সাত জনের এটাই শেষ বিশ্বকাপ। তারা আবার ভালোও খেলছেন। এবার না পারলে তাই পরবর্তী আসরে ভিন্ন কন্ডিশনে কঠিন হবে দলের জন্য।
শাস্ত্রী বলেছেন, ‘এই দলটা রাতারাতি তৈরি হয়নি। তারা পাঁচ-সাত বছর একসঙ্গে খেলছে। সিরাজ তিন বছর আগে দলে ঢুকেছে। ভারতের তিন পেসার দুর্দান্ত করছে। স্পিনে জাদেজা-কুলদীপ আছে। গত পঞ্চাশ বছরের মধ্যে এটাই ওয়ানডে ক্রিকেটের সেরা বোলিং আক্রমণ।’
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ভারত বনাম নিউজিল্যান্ড রবি শাস্ত্রী সেমিফাইনাল