Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ এসসিকে উড়িয়ে দিলো মেরিনার্স


১৮ মে ২০১৮ ১৭:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকাঃ টানা জয়ের মধ্যেই আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দলে যোগ দিয়েছে মিশরের দুই খেলোয়াড়। বিদেশি খেলোয়াড়ে যেন আরও জ্বলে উঠছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। চলমান ঢাকা প্রিমিয়ার হকি লিগে বাংলাদেশ এসসিকে উড়িয়ে দিয়েছে তারা আট গোলে।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুক্রবার (১৮ মে) ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। ৮-১ গোল ব্যবধানে বাংলাদেশ এসসিকে হারিয়েছে মেরিনার্স।

মেরিনার্সের পক্ষে সর্বোচ্চ চারটি গোল করেছেন অধিনায়ক মামুনুর রহমান চয়ন। সব গোলই পিসি থেকে। তিন গোল এসেছে মইনুল ইসলাম কৌশিকের স্টিক থেকে। দুটি ফিল্ড ও একটি পিসি থেকে। একটি গোল করেন আজিজুল। বাংলাদেশ এসসির একমাত্র গোলদাতা রবিন্দর সিং।

বিজ্ঞাপন

আসন্ন ঢাকা প্রিমিয়ার হকি লীগে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবে যোগ দিয়েছেন মিশর জাতীয় হকি দলের দুই সদস্য আশরাফ সাইদ আহমেদ মোহাম্মেদ গোমা এবং আহমেদ মোহসেন আল সায়েদ বাদাই। মেরিনারে আগেই যোগ দিয়েছেন মালয়েশিয়া আর ভারতের তারকারা। খুব শিগগিরই যোগ দেবেন জার্মানির দুই হকি খেলোয়াড়।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর