Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেল বিশ্বকাপের হার নিয়ে ভাবছেন না রোহিত

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২৩ ২১:০০

চার বছর আগে ইংল্যান্ড বিশ্বকাপে নিউজিল্যান্ডই থামিয়েছিল ভারতকে। ম্যানচেস্টারের সেমিফাইনালে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ভারতকে রিজার্ভ ডে’তে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড। চার বছর পর ঘরের মাঠে ভারতের প্রতিশোধ নেওয়ার সুযোগ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে যে আবারও মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। তবে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে মোটেও ভাবছনে না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

৯ ম্যাচে ৯ জয় নিয়ে সবার আগে সেমিতে উঠেছে ভারত। টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দলও তারা। অন্যদিকে প্রথম চার ম্যাচে জিতলেও পরের টানা চার হারে সেমিতে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল কিউইদের। তবে তারপরেও চিন্তার ভাঁজ ভারতের কপালে। কেননা দুই দলের বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান কথা বলছে কিউইদের পক্ষেই।

নিউজিল্যান্ডের বিপক্ষে নকআউট ম্যাচ মানেই যেন ভারতের পরাজয়। আগের পরিসংখ্যানগুলো বলছে সেই কথা। নিয়তি আবারও দুই দলকে নকআউটে মুখোমুখি করছে। বুধবারের ম্যাচের আগে বারবার উঠে আসছে সেই হারের কথা। ভারতের অধিনায়ক রোহিত শর্মা সেসব নিয়ে ভাবছেন না।

রোহিত বলেন, ‘অতীতে যা ঘটেছে, সেটা আপনার মনের মধ্যে থাকতে পারে। আমি মনে করি না ১০ বা ৫ বছর আগে কিংবা শেষ বিশ্বকাপে কী ঘটেছিল সেটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে।’

এবারের বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল ভারত। তারা খেলছে ঘরের মাঠে। লিগ পর্বের ৯ ম্যাচের সবগুলো জিতেছে তারা। স্বাভাবিকভাবেই ফেভারিট মেন ইন ব্লুস। তবে নকআউটে প্রতিপক্ষ যখন নিউজিল্যান্ড, তখন পা হড়কানোর আশঙ্কা থেকে যাচ্ছে। তবে এবার প্রস্তুত ভারত পুরোপুরিই। যার ঝলক গ্রুপ পর্বের ম্যাচে কিউইদের হারিয়েই দেখিয়েছে স্বাগতিকরা।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল


বিজ্ঞাপন
সর্বশেষ

গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই
১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:০০

সম্পর্কিত খবর