শচীনের সাথে বিশ্বকাপ সেমিফাইনাল উপভোগ করবেন বেকহ্যাম
১৫ নভেম্বর ২০২৩ ১১:১৮
অনেক বছর আগে অবসর নিলেও দর্শক হিসেবে প্রায়ই ফুটবল মাঠে দেখা যায় ইংল্যান্ড কিংবদন্তি ডেভিড বেকহ্যামকে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপের সেমিফাইনালের প্রথম ম্যাচেও মাঠে থাকছেন তিনি। ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ দেখতে শচীনসহ অন্য অতিথিদের সাথে তাকেও দেখা যাবে স্টেডিয়ামে।
জাতিসংঘের দূত হিসেবে অনেক বছর ধরেই কাজ করছেন বেকহ্যাম। শিশুদের নিয়ে বিভিন্ন প্রকল্পের কাজে বেশ কয়েকদিন আগেই ভারতে এসেছেন তিনি। গুজরাটে অবস্থান করার সময় কয়েকটি অনুষ্ঠানেও যোগ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে, শিশুদের সাথে ক্রিকেট খেলাতেও মজেছেন বেকহ্যাম।
এবারের বিশ্বকাপে জাতিসংঘের সাথে শান্তির বার্তা নিয়ে হাত মিলিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শ্রীলংকার বিপক্ষে গ্রুপ পর্বে ভারতের ম্যাচে এই ওয়াংখেড়েতেই তারা পালন করেছে শিশুদের জন্য বিশেষ দিবস। সেদিন মাঠে উপস্থিত ছিলেন বিশেষ দূত শচীন, ছিলেন আরও অনেকে।
সেমির প্রথম ম্যাচেও জাতিসংঘের দূত হিসেবে মাঠে উপস্থিত থাকবেন বেকহ্যাম। বিশেষ অতিথি হিসেবে থাকতে পারেন শচীনসহ সাবেক অনেক ক্রিকেটার। একসাথে বসেই ভারত-নিউজিল্যান্ড ম্যাচ উপভোগ করবেন তারা।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এফএম