Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৩ ১৪:০৪

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল মাঠে গড়াচ্ছে বুধবার (১৫ নভেম্বর)। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটা। প্রথম সেমিফাইনালে মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের টানা তৃতীয় নাকি স্বাগতিক ভারতের ফাইনাল? উত্তর মিলবে আজই। দীর্ঘদিনের আক্ষেপ ঘুচাতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

বিজ্ঞাপন

চার বছর আগে সেমিফাইনালের মঞ্চেই ভারতের হৃদয় ভেঙ্গে ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। ঘরের মাঠে অপরাজেয় ভারতের ফাইনালের স্বপ্নের সামনে বাধা আবারও সেই কিউইরাই। গ্রুপ পর্বের একমাত্র অপরাজিত দল হিসেবে শেষ চারে ওঠা রোহিতের দলকে প্রথম হারের স্বাদ দিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠবে উইলিয়ামসনের দল? নাকি ২০১৯ বিশ্বকাপের হারের বদলা নিয়ে ঘরের মাঠে শিরোপা জয়ের পথে আরেকধাপ এগিয়ে যাবে ভারত?

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, রাচিন রবিন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, লকি ফারগুসন, টিম সাউদি, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টস ভারত বনাম নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর