Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেইলের আরও দুটি ছক্কার রেকর্ড ভাঙলেন রোহিত

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৩ ১৬:০০

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এই বিশ্বকাপেই নিজের করে নিয়েছিলেন রোহিত শর্মা। ক্রিস গেইলের আরও দুটি রেকর্ড হাতছানি দিচ্ছিল তাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমির প্রথম ম্যাচে সেই দুটি মাইলফলকও ছুঁলেন ভারতীয় অধিনায়ক। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ছয় ও এক আসরে সবচেয়ে বেশি ছয়ের মালিক এখন রোহিত।

৫০ ছক্কা হাকিয়ে বিশ্বকাপের সবচেয়ে বেশি ছিলেন মালিক ছিলেন গেইল। আজকের ম্যাচের আগে ৪৮ ছক্কা নিয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন রোহিত। কিউইদের বিপক্ষে ২৯ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলার পথে রোহিত মেরেছেন চারটি ছয়। আরে এতেই ভেঙ্গেছে গেইলের রেকর্ড। ৫২ ছক্কা মেরে রোহিত এখন বিশ্বকাপের সবচেয়ে বেশি ছক্কার মালিক। গেইল এই রেকর্ড করেছিলেন ৩৫ ম্যাচে, রোহিত সেটা করলেন ২৯ ম্যাচেই।

বিজ্ঞাপন

৪৩ ছক্কায় তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।৩৭ ছক্কা নিয়ে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।
বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ছয় মেরেছিলেন গেইল। ২০১৫ বিশ্বকাপে গেইল হাঁকিয়েছিলেন ২৬ টি ছক্কা। আজ সেই রেকর্ডও রোহিত নিজের করে নিয়েছেন। এবারের বিশ্বকাপে রোহিত মেরেছেন ২৮টি ছক্কা।

২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান মেরেছিলেন ২২ ছক্কা। এবারের বিশ্বকাপে ২২ ছয় মেরে রোহিতকে ছোঁয়ার অনেক কাছেই আছেন ম্যাক্সওয়েল। ২১ ছয় মেরে তার ঠিক পিছনেই আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। ২০১৫ বিশ্বকাপে ২১ ছক্কা হাঁকিয়েছিলেন তার স্বদেশী এবি ডি ভিলিয়ার্স।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর