Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৩ ১৪:০৪

সেমিফাইনাল এবং দক্ষিণ আফ্রিকার সম্পর্কটা যেন সাপে নেউলে। বারবার সেমিতে আশাভঙ্গ হয়ে বিদায় নিতে হয়েছে তাদের। কখনো বৃষ্টি, কখনোই অদ্ভুতুড়ে আউট; দক্ষিণ আফ্রিকা যেন পেরে ওঠেনি ভাগ্যের সাথে। অজি অধিনায়ক কামিন্স টাই বলেই ফেলেছেন, এমন চাপের মুহূর্তে তাদের ভালো করার অভিজ্ঞতাই তাদের এগিয়ে রাখবে দক্ষিণ আফ্রিকার চেয়ে। বাভুমা অবশ্য ইতিহাসের দিকে না তাকিয়ে এবারের বিশ্বকাপে দলের পারফরম্যান্সের দিকেই মনোযোগ দিতে চাইছেন। স্নায়ুচাপ ধরে রাখা যে বড় চ্যালেঞ্জ হবে সেটাও ভুলে যাননি তিনি।

বিজ্ঞাপন

কলকাতার ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

তবে ভারতের আবহাওয়া অধিদফতরের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গে নিম্নচাপের কারণে আগামী দুই দিন বৃষ্টি হতে পারে। পূর্বাভাস আছে ঘূর্ণিঝড়েরও। তাতে ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

তবে স্বস্তির সংবাদ দ্বিতীয় সেমিফাইনালের জন্য আছে রিজার্ভ ডে। কোনো কারণে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দ্বিতীয় সেমিফাইনাল মীমাংসিত না হলে ম্যাচ গড়াবে শুক্রবার (১৭ নভেম্বর) রিজার্ভ ডে’তে।

কিন্তু শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা আছে। সেদিনও ম্যাচের ফল না আসে তখন গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে সর্বোচ্চ স্থানে থাকা দল ফাইনালে চলে যাবে। সেটি হলে প্রথমবার শিরোপা মঞ্চে যাবে দক্ষিণ আফ্রিকা। কারণ গ্রুপ পর্বে তারা দুইয়ে থেকে শেষ করেছে। অস্ট্রেলিয়ার অবস্থান ছিল তিন। ফাইনালে যেই যাবে তাদের প্রতিপক্ষ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন স্বাগতিক ভারত।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক, টেমবা বাভুমা (অধিনায়ক), রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েটজে ও তাবরিজ শামসি।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টস দ্বিতীয় সেমিফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর