Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০২৩ ১৪:০৪

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল দিয়ে শেষ হচ্ছে এবারের বিশ্বকাপ। ফাইনালে প্রায় ১ লাখ ৩২ হাজারেরও বেশি দর্শক উপস্থিত থাকছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটতে চলেছে দুই জায়ান্টের মধ্যকার ফাইনাল দিয়ে। অস্ট্রেলিয়ার ঘরে ষষ্ঠ নাকি ভারতের হাতে উঠবে তৃতীয় শিরোপা জবাব মিলবে রোববারই।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববার টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

বিজ্ঞাপন

৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে উঠেছিল এবারের বিশ্বকাপের পর্দা। দেড় মাস, ৪৭ ম্যাচের দীর্ঘ যাত্রার পর বিশ্বকাপে বেজে উঠেছে বিদায়ের সুর। ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালের মহারণে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০০৩ বিশ্বকাপের পর আবারও ফাইনালে দেখা হচ্ছে দুই দলের। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থাকা ভারত কি পারবে ২০১১ বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটিয়ে তৃতীয় শিরোপা ঘরে তুলতে। নাকি মিশন হেক্সা সফল করে রেকর্ড ষষ্ঠ ট্রফি নিয়ে বাড়ি ফিরবে অস্ট্রেলিয়া?

বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে মোট ১৩ বার, এখানে অনেকটাই এগিয়ে অজিরা। ১৩ ম্যাচের মাঝে অজিরা জয় পেয়েছে আট বার, ভারত জিতেছে মাত্র পাঁচটিতে। সবশেষ এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বেই দেখা হয়েছিল দুই দলের। সেখানে অজিদের বিপক্ষে সহজ জয় নিয়েই মাঠ ছাড়েন কোহলিরা।

বিশ্বকাপের ফাইনালে এর আগে একবার দেখা হয়েছে দুই দলের। ২০০৩ বিশ্বকাপের সেই ফাইনালে সৌরভের ভারতকে বড় ব্যবধানে হারিয়েই শিরোপা ঘরে তোলে পন্টিংয়ের অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

ওয়ানডেতে ১৫০ ম্যাচ খেলেছে দুই দল, অস্ট্রেলিয়ার জয় ৮৩ ম্যাচে, ভারত জিতেছে ৫৭ বার, ১০ ম্যাচে কোনো ফলাফল আসেনি।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টস ভারত বনাম অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর