পাওয়ার প্লে’তে ঝড়ো শুরুর পর তিন উইকেট হারাল ভারত
১৯ নভেম্বর ২০২৩ ১৫:২৬
ঘরের মাঠের বিশ্বকাপে ভারতের কৌশল রোহিত শর্মার ব্যাটে ভর করে পাওয়ার প্লে’তে ঝড়ো শুরু। পাওয়ার প্লে’তে রোহিত শর্মার ঝড়ো শুরুর পর তিনে ব্যাট করতে নামা বিরাট কোহলির ঠান্ডা মাথায় ইনিংস বড় করা। এভাবেই গোটা টুর্নামেন্ট খেলে এসেছে ভারত। তাই তো ফাইনালেও একই গতিতে এগিয়েছে স্বাগতিকরা। তবে পাওয়ার প্লে’তে এদিন ঝড়ো শুরু পেলেও দুই ওপেনার শুভমান গিল ও রোহিত শর্মাকে হারিয়েছে ভারত। এরপরেই ফিরেছেন শ্রেয়াস আইয়ার।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে স্টার্কের বলে স্লিপে উঠেছিল ক্যাচ, কিন্তু উইকেটে গতি আর বাউন্স তেমন নেই। ক্যাচ যায়নি স্লিপ পর্যন্ত। পরের ওভারে হ্যাজলউড বোলিং শুরু করেছেন স্লিপ ছাড়াই। হ্যাজলউডের বলে রোহিত পুল করতে গিয়ে ক্যাচও তুলেছিলেন। তবে ডিপে থাকা ট্রাভিস হেড অনেকটা ছুটে এসে ডাইভ দিয়েও নাগাল পাননি সেটির। এরপর শর্ট অব আ লেংথের বলে তুলে মেরেছেন রোহিত, ক্রস সিমের বলে টাইমিং ছিল দুর্দান্ত, মিডউইকেটের ওপর দিয়ে হয়েছে ছক্কা। শেষ বলে ডাউন দ্য গ্রাউন্ডে এসে মিড অনকে ভেদ করে রোহিত মারেন চার।
পঞ্চম ওভারে স্টার্কের শর্ট লেংথের বলে এরপর চড়াও হলেন, তবে যেভাবে চেয়েছিলেন খেলতে পারেননি সেভাবে, লেংথও ঠিক সে শট খেলার পক্ষে ছিল না। গিলের পুলে সরাসরি ক্যাচ গেছে মিড অনে থাকা অ্যাডাম জাম্পার হাতে। গিল ফেরেন ৭ বলে ৪ রান করে।
এরপর তিনে নামা বিরাট কোহলিকে সঙ্গী করে ঝড়ো গতিতে রান তুলতে থাকেন রোহিত। সপ্তম ওভারেই পূর্ণ করেন দলীয় অর্ধশতক। একের পর এক বল বাউন্ডারিতে আছড়ে ফেলতে শুরু করেন রোহিত শর্মা। তবে পাওয়ার প্লে’র শেষ ওভারে বল হাতে এসেই রোহিত ঝড় থামান গ্লেন ম্যাক্সওয়েল।
পাওয়ারপ্লের শেষ ওভারে ম্যাক্সওয়েলের ওপর চড়াও হয়েছেন রোহিত, ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে লং অনের ওপর দিয়ে মেরেছেন ছক্কা। পরের বলে রোহিত ব্যাকফুটে ছিলেন, যেন জানতেন কী আসতে চলেছে। কাট করে মেরেছেন চার। এরপর আবার ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে তুলে মেরেছিলেন, এবার যেদিকে খেলতে চেয়েছিলেন রোহিত, সেটি করতে পারেননি। ক্যাচ উঠেছিল কাভারে। অন্য যে কোনো দিন হয়ত বেঁচেই যেতেন। কিন্তু আজ নয়। পেছন দিকে ছুটে ট্রাভিস হেড নিয়েছেন দুর্দান্ত ক্যাচ। যে ক্যাচ ঘুরিয়ে দিতে পারে ম্যাচ, ঘুরিয়ে দিতে পারে ফাইনাল!
রোহিত শর্মা ৩১ বএল ৪৭ রান করে যখন ফিরলেন তখন ভারতের স্কোরবোর্ডে রান ৭৬। চারে ব্যাট হাতে আসেন শ্রেয়াস আইয়ার। এসেই বাউন্ডারি দিয়ে শুরু। তবে ১১তম ওভারে প্যাট কামিন্স সিম ঘুরিয়ে দেওয়া বলটি ধরে রেখেছিল লাইন। শ্রেয়াস আইয়ার খোঁচা দিয়েছেন তাতে। পরপর ২ ওভারে ২ উইকেট হারিয়েছে ভারত। আইয়ার ফিরলেন ৩ বলে ৪ রান করে। ভারত ৮১ রানে হারাল তৃতীয় উইকেট।
এই রিপোর্ট লেখা অবধি ভারতের সংগ্রহ ১২ ওভারে ৩ উইকেটে ৮৭ রান। বিরাট কোহলি ২৬ আর লোকেশ রাহুল ৪ রানে ব্যাট করছেন।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস