Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তেজনাপূর্ণ সুপার ক্লাসিকোতে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২৩ ০৯:৩২

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আতিথ্য দেয় ব্রাজিল। তবে ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে দুই দলের সমর্থকদের মারামারিতে খেলা বাতিল হতে বসেছিল। তবে ব্রাজিল পুলিশ গ্যালারিতে ঢুকে সমর্থকদের ওপর লাঠিচার্জ করে।  লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দল এবং মারকিনিওস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে তাতেও লাভ হয়নি। এক পর্যায়ে আর্জেন্টিনা দল মাঠ থেকে বেরিয়ে যান। এবং এতেই খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর।

বিজ্ঞাপন

এর দুই বছর আগে সর্বশেষ ব্রাজিলের মাঠে খেলতে গিয়ে মাঠে নেমেও শেষ পর্যন্ত খেলা হয়নি আর্জেন্টিনার। সেবার সাও পাওলোতে ম্যাচ শুরুর কয়েক মিনিট পর ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য পর্যবেক্ষণ এজেন্সির (আনভিসা) কর্মকর্তারা মাঠে ঢুকে খেলা পণ্ড করেন। আর্জেন্টিনার চার খেলোয়াড়ের বিপক্ষে কোয়ারেন্টাইন বিধিমালা ভাঙার অভিযোগে ম্যাচটি খেলতে দেননি তারা।

৩০ মিনিট পরে খেলা মাঠে গড়ালেও মাঠের বাইরের পরিস্থিতির উত্তেজনা ছড়াল মাঠেও। আগ্রাসী শরীরী ভাষা আর একের পর এক ফাউলে চলতে থাকা ম্যাচে দ্বিতীয়ার্ধে এগিয়ে গেল আর্জেন্টিনা। শেষ দিকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়েলিটনকে লাল কার্ড দেখানো নিয়ে তৈরি হলো বিতর্ক। ঘটনাবহুল ম্যাচে শেষ হাসি আর্জেন্টিনার।

বুধবার (২২ নভেম্বর) ইতিহাসের প্রথম দল হিসেবে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে ঘরের মাঠে হারের স্বাদ দিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ঘরের মাঠে গিয়ে জয় পাইয়ে দিতে আর্জেন্টিনার হয়ে গোল করেন নিকোলাস ওটামেন্ডি।

উরুগুয়ের কাছে আগের ম্যাচ হারের পর এই জয়ে ২০২৬ বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান শক্ত করেছে আর্জেন্টিনা। ব্রাজিল আছে উল্টো স্রোতে। টানা তিন ম্যাচ হেরে ফার্নান্দো দিনিজের দল নেমে গেছে ছয় নম্বরে। বাছাইপর্বে ব্রাজিলের অবস্থা এখন বেশ নাজুকই বলা চলে।

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের মাঠে এই প্রথম হারল ব্রাজিল। শেষ হলো নিজ আঙিনায় টানা ৬৪ ম্যাচ অপরাজিত থাকার যাত্রা। ২০০১ সালের পর বাছাইয়ে প্রথমবারের মতো টানা তিন ম্যাচও হারল তারা। সব মিলিয়ে এবারের বাছাইয়ে দিনিজের দল জয়হীন থাকল টানা চার ম্যাচ।

বিজ্ঞাপন

ম্যাচ শুরু হতে তখন কিছুক্ষণ বাকি ছিল, চলছিল ব্রাজিলের জাতীয় সঙ্গীত। ঠিক ওই সময় স্ট্যান্ডে দুই দলের সমর্থকরা সংঘাতে জড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ছুটে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছিল না। পুলিশের সঙ্গেও লেগে যায় দর্শকদের। অনাকাঙ্ক্ষিত ঘটনাটির সূত্রপাত কী থেকে, তা অবশ্য পরিষ্কার নয়। তবে পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে।

নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, ক্যাসেমিরো, এডারসন, দানিলো, রিচার্লিসন এবং এডার মিলিতাও- নিয়মিত একাদশের এই সাত জনকে চোটের কারণে না পাওয়ায় ব্রাজিলের শক্তি কমে। কিন্তু দমে যায়নি তারা। ম্যাচের শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে দুই দলই। ৪৫ মিনিট শেষে কোনও দল গোল পায়নি। তবে ফাউল হয়েছে ২২টি, তার মধ্যে ব্রাজিলই করেছে ১৬টি! পুরো ম্যাচে ৪২টি ফাউল হয়েছে, ২৬টিই স্বাগতিকদের।

প্রথমার্ধের ৩৩তম মিনিটে বিপদ হতে পারত আর্জেন্টিনার। বক্সের ঠিক সামনে ব্রাজিলের এক খেলোয়াড় বল পাওয়ার আগেই দ্রুত ছুটে এসে হেডে ক্লিয়ার করেন এমিলিয়ানো মার্তিনেস। চার মিনিট পর রাফিনিয়ার ফ্রি কিক যায় ক্রসবারের উপর দিয়ে। ৪৪তম মিনিটে দারুণ এক সুযোগ তৈরি করলেও গোল পায়নি ব্রাজিল। এমিলিয়ান মার্তিনেজ কর্নার কিক পাঞ্চ করলে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট ব্লক করেন আর্জেন্টাইন ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। ৫৪তম মিনিটে সতীর্থের লং পাস পেয়েছিলেন রাফিহার তবে গায়ের সঙ্গে সেঁটে থাকা আকুনাকে পেছনে ফেলে শটও নিয়েছিলেন কাছের পোস্টে। পথ আগলে দাঁড়ান মার্টিনেজ। গোলের অপেক্ষা বাড়ে বাছাইয়ে গত তিন ম্যাচ জয়হীন থাকা ব্রাজিলের।

তিন মিনিট পর দারুণ সেভে আর্জেন্টিনার ত্রাতা মার্টিনেজ। দুই ডিফেন্ডারের ফাঁক গলে বল নিয়ে বেরিয়ে যাওয়া জেসুস ঠিকঠাক শট নিতে পারেননি, বল চলে যায় ফাঁকায় থাকা মার্তিনেল্লির পায়ে। তার শট ঝাঁপিয়ে আটকান গোলরক্ষক।

ব্রাজিলের এমন আক্রমণের মুখে ম্যাচের ৬৩তম মিনিটে মারাকানার গ্যালারি স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় আর্জেন্টিনা। জিওভান্নি লো সেলসোর কর্নারে অনেকটা লাফিয়ে করা হেডে জাল খুঁজে নেন ওতামেন্দি। একটু পরই আকুনাকে তুলে নিকোলাস তাগলিয়াফিকোকে নামান আর্জেন্টিনা কোচ।

গোল শোধের চেষ্টা করেও পারেনি ব্রাজিল। উল্টো ৮১ মিনিটে ডি পলকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন জোয়েলিনটন। একজন কম নিয়ে স্বাগতিকরা ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়।

এতেই আর্জেন্টিনা ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে ব্রাজিল। বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে উরুগুয়ে দুই নম্বর স্থানে, তাদের অর্জন ১৩ পয়েন্ট।

সারাবাংলা/এসএস

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব টপ নিউজ ব্রাজিল বনাম আর্জেন্টিনা লাতিন আমেরিকা

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর