Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ার সেরাদের তালিকায় বাংলাদেশের মোরছালিন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৩ ২১:১৫

বাংলাদেশ ফুটবলের সব আলো যেন এখন তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরছালিনের দিকে। তিনদিন আগে লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে অসাধারণ এক গোল করে হইচই ফেলে দিয়েছেন মোরছালিন। অভিষেকের পর থেকেই আলোচনায় তরুণ মোরছালিন। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৯ ম্যাচ খেলে ৪ গোল করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) চোখে মোরছালিন ‘বিস্ময় বালক’। এএফসির সেরাদের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের এই তরুণ।

বিজ্ঞাপন

২১ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তারপর ম্যাচের ৭২ মিনিটে অসাধারণ এক গোল করে দলকে সমতায় ফেরান। ম্যাচটা শেষ পর্যন্ত ১-১ ব্যবধানের ড্রয়ে শেষ হয়েছে। অর্থাৎ মোরছালিনের গোলে পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।

১৬ ও ২১ নভেম্বর এশিয়াজুড়ে ৩৬টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হয়েছে। এসব ম্যাচ থেকে ৯ জনকে শীর্ষ পারফরমার হিসেবে বেছে নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। সেই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের মোরছালিন। এএফসির ওয়েবসাইটে এই বাংলাদেশি তরুণকে ‘বিস্ময় বালক’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এএফসি লিখেছে, ‘মেধাবী এই তরুণ আগামীতে নিশ্চিতভাবেই নজর কাড়বে।’

মোরছালিনের সঙ্গে এই তালিকায় আছেন টটেনহামের দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং মিন, সৌদি আরবের সালেহ আল শেহরির, কাতারর আলমোয়েজ আলী, অস্ট্রেলিয়ার হ্যারি সুটার, ইরানের মেহেদী তারেমি, জাপানের আয়াসে উয়েদারের মতো তারকারা।

১৮ বছর বয়সী মোরছালিন গত জুনে ভারতের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে ২ গোল করে আলোচনায় এসেছিলেন। এরপর ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচেও গোল পেয়েছিলেন। মাঝখানে ঝামেলায় জড়িয়ে জাতীয় দলের বাইরে ছিলেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বদলি হিসেবে নামানো হয়েছিল মোরছালিনকে। লেবাননের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন শুরুর একাদশে। তাতেই চোখধাঁধানো এক গোল করে তাক লাগিয়ে দিয়েছেন তরুণ তারকা।

সারাবাংলা/এসএইচএস

এএফসি মোরছালিন

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর