তামিমের সঙ্গে বৈঠক শেষে যা বললেন বিসিবি সভাপতি
২৭ নভেম্বর ২০২৩ ১৬:১১
শেষ মুহূর্তে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছিলেন তামিম ইকবাল। তা নিয়ে কম জলঘোলা হয়নি। অনেকদিন যাবত ক্রিকেটেরও বাইরে তামিম। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটারের ক্রিকেট ভবিষ্যত কী হবে তা নিয়ে চলছে আলোচনা। এদিকে দুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন তামিম। আজ সাক্ষাৎ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে। সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমে কথা বলেননি তামিম। তবে নাজমুল হাসান পাপন কথা বলেছেন, আপাতত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ বস্ত তিনি। তামিমের বিষয়ে বিস্তারিত আলাপ হবে জাতীয় সংসদ নির্বাচনের পর।
আজ সোমবার (২৭ নভেম্বর) বেলা ১২টার দিকে নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় আসেন তামিম। এক ঘণ্টারও বেশি সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক করেছেন দুজন। বেলা দেড়টার কিছুক্ষণ পর বেরিয়ে যান তামিম। সংবাদমাধ্যমে কথা বলেননি তিনি।
তবে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। বিসিবি সভাপতি হিসেবে তার সময় ফুরিয়ে আসছে সেটার ইঙ্গিতও দিয়েছেন পাপন। তিনি বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’
পাপন বলেন, ‘তামিম কিছু কথা বলেছে। কিন্তু এমন একটা সময় বলেছে যে আমার হাতে একদম সময় নেই। আর এক মাস পর আমার নির্বাচন। তাই এখন আমার এলাকাতেই থাকছি সবচেয়ে বেশি। আমি ওকে বলেছি দেখো, নির্বাচন শেষে এসেই যে আমি তোমার সব কথা শুনব তেমন কিন্তু না। আমি কারও কথায় কিছু করব না, আগে আমাকে নিজে জানতে হবে সমস্যাটা কোথায় এবং আমি ডিপে ঢুকে সমস্যাটা জানতে চাই।’
বিসিবির সভাপতি পদে আর বেশিদিন নেই একথা স্মরণ করিয়ে দিয়ে পাপন এটাও বলেছেন, দায়িত্ব ছেড়ে যাওয়ার আগেই দলের সবকিছু ঠিক করবেন তিনি, ‘আমি বেশি দিন নাই। এই টার্মটা তো আর বেশি দিন নাই। এরপর আর এক বছর আছে। যাওয়ার আগে অবশ্যই আমি দলটা ঠিক করে যাব। যা যা করা দরকার এটা আমি করে যাব। সেটা ঠিক হবে কি না আমি জানি না। আমি যেটা মনে করি করা দরকার, ওটা করব। সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও আমি নেব।’
সারাবাংলা/এসএইচএস