বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে বিসিবির কমিটি গঠন
২৯ নভেম্বর ২০২৩ ১২:৫২
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবির কারণ খুঁজতে এক বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজকে। সদস্য হিসেবে আছেন বিসিবির অপর দুই পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান।
বুধবার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানিয়েছে বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কমিটির উদ্দেশ্য হলো বিশ্বকাপে দলের দুর্বল পারফরম্যান্সের পেছনে ভূমিকা রাখা কারণগুলো যাচাই করা এবং পরবর্তীতে এই কমিটি বোর্ডের কাছে তাদের ফলাফল উপস্থাপন করবে।’
আইসিসি সুপার লিগের তিন নম্বরে থেকে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। ভারতের মাটিতে বিশ্বকাপ, অর্থাৎ পরিচিত কন্ডিশন। ওয়ানডেতে বাংলাদেশ খেলছিলও দুর্দান্ত। সব মিলিয়ে বিশ্বকাপে বড় প্রত্যাশা ছিল বাংলাদেশের। কিন্তু উল্টো ভরাডুবি মুখে পড়তে হয়েছে টাইগারদের।
বিশ্বকাপের প্রথম পর্বে ৯ ম্যাচ খেলে ৭টিতেই হেরেছে বাংলাদেশ। হারতে হয়েছে নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও। তামিম ইকবালকে শেষ মুহূর্তে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া এবং বিশ্বকাপের আগে সাকিব আল হাসানের বিতর্কিত সাক্ষাৎকার নিয়ে নানান আলোচনা-সমালোচনার দিয়েছিল। বারবার ব্যাটিং অর্ডার পরিবর্তন করাকেও ব্যর্থতার কারণ হিসেবে দেখছেন কেউ কেউ।
বিশ্বকাপ শেষ হওয়ার ১০ দিন পর কমিটি গঠন করল বিসিবি, যে কমিটির দায়িত্ব ব্যর্থতার কারণ খুঁজে বের করা।
সারাবাংলা/এসএইচএস