Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটকীয়তায় ভরপুর ম্যাচে জয় পেল চেলসি ও লিভারপুল

স্পোর্টস ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৩ ২২:৪৯

শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয়, পয়েন্ট তালিকাতেও অবস্থান তাই একদম তলানির দিকে। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির দুর্দশা যেন কাটছিলই না। ঘরের মাঠে প্রতিপক্ষ ব্রাইটনকেই তাই এগিয়ে রেখেছিলেন সবাই। তবে স্ট্যামফোর্ড ব্রিজে নাটকীয়তায় ভরপুর এক ম্যাচে ব্রাইটনকে ৩-২ গোলে হারিয়ে মহামূল্যবান ৩ পয়েন্ট পেয়েছে ব্লুজরা, উঠে এসেছে সেরা দশে। অন্য ম্যাচে হয়েছে আরও বেশি নাটক, জমজমাট এক লড়াইয়ে ঘরের মাঠে ফুলহামের সাথে পিছিয়ে পরেও শেষ মুহূর্তে গোলে ৪-৩ ব্যবধানের দারুণ এক জয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে দ্বিতীয় স্থানে উঠেছে লিভারপুল।

দুটি হার, দুটি ড্র ও একটি জয়, শেষ পাঁচ ম্যাচে চেলসির এমনই বেহাল দশা। ঘরের মাঠে আজ চেলসির প্রতিপক্ষ ছিল পয়েন্ট তালিকায় তাদের চেয়ে অনেকটাই উপরে থাকা ব্রাইটন। আজ অবশ্য চেলসিকে দেখা গিয়েছে তাদের পুরনো রূপে। ১৭ মিনিটেই কর্নার থেকে পাওয়া বলে চেলসিকে এগিয়ে দেন এনজো ফার্নান্দেজ, প্রিমিয়ার লিগে এটি তার প্রথম গোল। ৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লেভি কলউইল, এবারও কর্নার থেকে আসা বলেই দারুণ এক হেডে বল জালে জড়ান তিনি, চেলসির হয়ে প্রথমবারের মতো গোলের দেখা পেলেন তিনি।

প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে ব্যবধান কমায় ব্রাইটন, ফাকুন্দো বুনানতের দারুণ এক শটে পরাস্ত হন চেলসি কিপার। হাফ টাইমের কিছুক্ষণ আগে আরেকটি ধাক্কা খায় চেলসি, দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় চেলসির মিডফিল্ডার কনর গ্যালাঘেরকে।

দশ জনের দল নিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে খুব একটা বিপাকে পড়তে হয়নি চেলসিকে। ৬৫ মিনিটে পেনাল্টি পায় চেলসি, সেখান থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে চেলসির লিড আবারও দুই গোলে বাড়িয়ে দেন ফার্নান্দেজ। ব্রাইটন আর সেভাবে ম্যাচে ফিরতে পারবে না, ৮০ মিনিট পর্যন্ত এমনটাই মনে হচ্ছিল। তবে শেষ দশ মিনিটে দৃশ্যপট বদলে যায়। মুহুর্মুহু আক্রমণে চেলসির রক্ষণভাগকে কাঁপিয়ে দিয়েছে ব্রাইটন। চেলসি গোলকিপার সানচেজের দুর্দান্ত কয়েকটি সেভের কারণে গোল হজম করেনি দল। তবে শেষ পর্যন্ত পরাস্ত হন সানচেজ, ৯২ মিনিটে হোয়াও পেদ্রোর হেডে ব্যবধান কমায় ব্রাইটন।

অতিরিক্ত সময়ে এরপর খেলা হয়েছে আরও ১৫ মিনিটের মতো। ব্রাইটনের আক্রমণ সামলাতেই পুরো সময়টা পার করেছে চেলসি। একদম শেষ মুহূর্তে কলওইয়েলের হাতে বল লাগায় পেনাল্টি পেয়েছিল ব্রাইটন, ম্যাচে ফেরার স্বপ্নে তখন বিভোর তারা। তবে ব্রাইটনকে হতাশায় ডুবিয়ে ভিএআরের সাহায্যে পেনাল্টি বাতিল করেন রেফারি। ভিএআরে দেখা যায়, আসলে হাতে বল লাগেনি। শেষ পর্যন্ত ৩-২ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দশম স্থানে উঠে এসেছে চেলসি। ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে আছে ব্রাইটন।

অন্য ম্যাচে অ্যানফিল্ডে ফুলহামের বিপক্ষে মাঠে নেমেছিল পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকে লিভারপুল। ২০ মিনিটের মাথায় ফুলহাম গোলকিপার ব্রেন্ড লেনোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল। ম্যাচে ফিরতে অবশ্য বেশি সময় লাগেনি ফুলহামের। মাত্র চার মিনিট পরেই হ্যারি উইলসনের দারুণ এক শটে পরাস্ত হন লিভারপুল কিপার। ৩৮ মিনিটে আবারও এগিয়ে যায় লিভারপুল। ৩০ গজ দূর থেকে ম্যাক অ্যালিস্টারের দারুণ এক শটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অল রেডরা। তবে ফুলহাম এবারও লিভারপুলকে বেশি সময় এগিয়ে থাকতে দেয়নি। প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে ম্যাচে সমতা আনেন কেনি টেটে। প্রথমে অফসাইডের জন্য গোল বাতিল হলেও পরে ভিএআরের মাধ্যমে গোল নিশ্চিত হয় ফুলহামের। হাফ টাইমের বাঁশি বাজার আগে আবারও এগিয়ে যেতে পারর লিভারপুল, তবে পালিনহার গোল অফসাইডের জন্য বাতিল করেন রেফারি।

দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় দুই দলের কেউই তেমন সুযোগ তৈরি করতে পারেনি। অবশেষে ৮০ মিনিটের মাথায় ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় ফুলহাম। কেয়ারনির দারুণ এক পাসে বল পান করডোভা রেইড। লিভারপুল কিপারকে বোকা বানিয়ে বল জালে জড়ান ফুলহাম স্ট্রাইকার। ম্যাচে ফিরতে মরিয়া লিভারপুল হন্যে হয়ে গোলের খোঁজে আক্রমণ সাজাতে থাকে। ৮৭ মিনিটে গোলও পেয়ে যায় তারা, সালাহর পাসে বল পেয়ে বক্সের মাঝে বল জালে জড়াতে ভুল করেননি ওয়াতারু এন্দো। এই গোলে মনে হচ্ছিল ম্যাচ সমতাতেই শেষ হবে।

নাটকের অবশ্য তখনও বাকি। ৮৮ মিনিটে ২৫ বছর বয়সী আলেকজান্ডার আর্নল্ডের দুর্দান্ত এক গোলে অবিশ্বাস্যভাবে আবারও এগিয়ে যায় লিভারপুল। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে ক্লপের দল। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৪তম অবস্থানে আছে ফুলহাম।

সারাবাংলা/এফএম/এসএস

ইপিএল চেলসি বনাম ব্রাইটন টপ নিউজ লিভারপ্যল বনাম ফুলহাম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর