Wednesday 28 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপরিবর্তিত বাংলাদেশের একাদশ, কিউইদের এক পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৩ ০৯:১৩ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৩ ০৯:৩০

মিরপুরে বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে হারিয়ে শুরু বাংলাদেশের। এবার হাতছানি সিরিজ জয়ের। মিরপুরে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই সিরিজ জয় টাইগারদের। সেই লক্ষ্যে বুধবার (৬ ডিসেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিলেটে ঐতিহাসিক টেস্ট জয়ের দল নিয়েই মিরপুর টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। স্পিনার নাঈম হাসান শেষ অনুশীলন সেশনে চোট পেলেও আছেন একাদশে। অন্যদিকে নিউজিল্যান্ড দলে এসেছে একটি পরিবর্তন। স্পিনার ইশ সোধির বদলি হিসেবে দলে ঢুকেছেন আরেক স্পিনার মিচেল স্যান্টনার।

বিজ্ঞাপন

২৩ বছরের টেস্ট ইতিহাসে কখনোই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতা হয়নি। ঘরের মাঠে নাজমুল হোসেন শান্তর সামনে হাতছানি দিচ্ছে নতুনভাবে ইতিহাস লেখার সুযোগ। সিলেটে প্রথম টেস্ট জিতে এর মাঝেই বেশ কিছু রেকর্ড গড়েছে বাংলাদেশ দল। মিরপুরে দ্বিতীয় টেস্ট জিতে প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বপ্নে বিভোর শান্ত-তাইজুলরা।

টেস্টে দুই দলের দেখা হয়েছে মোট ১৮ বার। এর মাঝে ১৩ ম্যাচেই জয় কিউইদের। বাংলাদেশ জিতেছে মাত্র ২ ম্যাচ, একটি এসেছে এই সিরিজেই। অন্যটি ২০২২ সালে মাউন্ট মঙ্গুইতে সেই ঐতিহাসিক জয়। সিরিজের প্রথম টেস্টে জিতে সেবারও সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, তবে দ্বিতীয় ম্যাচে ইনিংস ব্যবধানে হেরে হয়েছে স্বপ্নভঙ্গ। দুই দল ড্র করেছে তিন টেস্ট।

এবার সিলেটে অধিনায়ক শান্তর সেঞ্চুরির সঙ্গে তাইজুল ইসলামের ১০ উইকেটে সিরিজের প্রথম ম্যাচটি জিতেছে বাংলাদেশ। স্বপ্ন এবার দ্বিতীয় টেস্টেও বাজিমাৎ করে প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ

মাহমুদুল হাসান জয়, জাকির হোসেন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম এবং শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ

টম লাথাম, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপ্স, কাইল জেমিসন, টিম সাউদি (অধিনায়ক) এবং এজাজ প্যাটেল।

বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এই সিরিজ।

সারাবাংলা/এসএস

একাদশ টপ নিউজ দ্বিতীয় টেস্ট বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর