Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা অ্যাথলেট মেসি

স্পোর্টস ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৩ ১০:০৫ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৩ ১২:১৩

২০২২ সালের শেষভাগ থেকেই সময়টা দারুণ কাটছে লিওনেল মেসির। স্বপ্নের বিশ্বকাপ জেতার সুবাদে এই বছর রেকর্ড অষ্টম ব্যালন ডি অর জেতা লিওনেল মেসির ঝুলিতে এলো আরও একটি সাফল্য। টাইমস ম্যাগাজিনের ২০২৩ সালের বর্ষসেরা অ্যাথলেট নির্বাচিত হয়েছেন ইন্টার মায়ামিতে খেলা মেসি।

কোপা আমেরিকার পর আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছিলেন গত বছরের ডিসেম্বরে। পিএসজি ছেড়ে মেজর সকার লীগের মায়ামিতে যোগ দেন মেসি। সেখানে এসে পাল্টে দিয়েছেন মায়ামির অবস্থানও। মেসির আগমনে বদলে গেছে সকার লীগের চালচিত্রও, আমেরিকার মানুষের ফুটবলে আগ্রহ বেড়ে গিয়েছে বহুগুণে। ম্যাচ তো বটেই, মৌসুম শুরুর আগেই শেষ হয়ে যাচ্ছে ম্যাচের টিকেট।

বিজ্ঞাপন

টাইমসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের ফুটবলকে বদলে দেওয়া মেসি এই বছরের সেরা অ্যাথলেট, ‘এই বছর মেসি যা করেছে সেটা কল্পনার বাইরে। যখন সে মায়ামির হয়ে খেলার জন্য ঘোষণা দিল, তখন থেকেই যুক্তরাষ্ট্রের ফুটবল বদলে যেতে শুরু করেছে। তাকে কেন্দ্র করেই নতুনভাবে জেগে উঠেছে এই দেশের ফুটবল উন্মাদনা।’

বার্সেলোনায় থাকার সময় মোট ৬ বার লা লিগার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন মেসি।

সারাবাংলা/এফএম/এসএস

টাইমস ম্যাগাজিন বর্ষসেরা অ্যাথলেট লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর