Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনের শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৩ ১০:২২

গতকাল মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ দলের পক্ষে নাঈম হাসান সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন, ২০০-২২০ রানের লিড নেওয়া তাদের লক্ষ্য। কাল ২ উইকেটে ৩৮ রান নিয়ে দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। অর্থাৎ হাতে ৮ উইকেট, ফলে ২০০-২২০ রানের লিড সম্ভবই মনে হচ্ছিল। কিন্তু এই মুহূর্তে দুইশর বেশি লিড কঠিন মনে হচ্ছে। চতুর্থ দিনের শুরুতেই পরপর তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ।

শনিবার (৯ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২ উইকেটে ৩৮ রানে চতুর্থ দিনের খেলা শুরু করা বাংলাদেশ ৩ উইকেট হারিয়েছে মাত্র ১৭ রানের ব্যবধানে! দিনের শুরুতেই মুমিনুল হককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এজাজ প্যাটেল।

বিজ্ঞাপন

বেশ ভালোই খেলতে থাকা মুমিনুল ফিরেছেন ১০ রান করে। পাঁচে নেমে মুশফিকু রহিম দ্রুত রান তোলার চেষ্টা করছিলেন। কারণ উইকেটে বল হুট করেই ব্যতিক্রমী আচরণ করছিল। মুশফিকের দ্রুত রান তোলার টেনকিন কাজে লাগেনি, ইনিংস বড় করতে পারেননি। ১২ বলে ৯ রান করে মিচেল স্যান্টনারের বলে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিয়েছেন।

স্যান্টনার নিজের পরের ওভারে তরুণ শাহাদাত হোসেন দীপুকেও ফেরালে বড় লিডের আশা অনেকটাই ফিকে বাংলাদেশের। ৮৮ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ফিফটির অপেক্ষায় থাকা জাকির হাসানের সঙ্গে এই মুহূর্তে দলকে টানছেন মেহেদি হাসান মিরাজ।

উল্লেখ্য, বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ১৭২ রানেই গুটিয়ে যায়। পরে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে তুলেছে ১৮০ রান।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর