দ্রুত ৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
১৭ ডিসেম্বর ২০২৩ ১১:৩৯
নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে বেশ বিপদেই পড়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ৩০ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাটিং করে ২৩৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। পরে জবাব দিতে নেমে ১০৩ রানেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদশে।
রোববার (১৭ ডিসেম্বর) ডানেডিনে ২৩৯ রানের রানের জবাব দিতে নেমে শুরুটাই ভালো হয়নি বাংলাদেশের। লিটন দাসকে চার নম্বরে পাঠিয়ে ওপেনিংয়ে পাঠানো হয় সৌম্য সরকার ও এনামুল হক বিজয়কে। অনেকদিন পর জাতীয় দলের জার্সি গায়ে পড়া সৌম্য আবারও হতাশ করেছেন।
অ্যাডাম মিলনের বাইরের বলে খোঁচা দিতে গিয়ে স্লিপে ক্যাচ হওয়ার আগে রানের খাতাই খুলতে পারেননি সৌম্য। তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে বেশ ভালোই এগুচ্ছিলেন এনামুল হক বিজয়। বেশ ভালো খেলতে থাকা শান্ত হঠাৎ-ই ইশ শোধির দারুণ এক বোলে সরাসরি বোল্ড হয়ে ফিরেছেন ১৩ বলে ১৫ রান করে।
এরপর এনামুল হক বিজয় ও লিটন দাসের জুটি বড় হচ্ছিল। কিন্তু মাত্র ১২ রানের ব্যবধানে এই দুজন ফিরলে বিপদ আরও বেড়েছে বাংলাদেশের। ফিফটির দিকে এগুতে থাকা বিজয় জোশ ক্লার্কসনের বলে পুল করতে গিয়ে ব্যাটে-বলে ঠিকমতো করতে পারেননি। বোলারের হাতেই ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন ৩৯ বলে ৫টি চারের সাহায্যে ৪৩ রান করে।
খানিক বাদে ক্লার্কসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ১৯ বলে ২২ রান করা লিটন দাস। এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিমের কাঁধে ছিল বড় দায়িত্ব। কিন্তু মুশফিক রিভার্স সুইপ খেলে আত্মহুতি দিয়েছেন ১০ বলে ৪ রান করে। দলীয় ১০৩ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।
দুই তরুণ আফিফ হোসেন ধ্রুব ও তাওহিদ হৃদয় এখন টানছেন বাংলাদেশকে। এখান থেকে দলকে জেতাতে হলে বড় দায়িত্বই কাঁধে নিতে হবে দুই তরুণকে।
সারাবাংলা/এসএইচএস