Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ৪৪ রানে হেরেছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৩ ১২:৪১

হার দিয়ে নিউজিল্যান্ড সিরিজ শুরু হলো বাংলাদেশের। বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডে ম্যাচটা ৪৪ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। বৃষ্টির কারণে ৩০ ওভারে নেমে আসা ম্যাচে উইল ইয়ং ও টম ল্যাথামের দারুণ ব্যাটিংয়ে ২৩৯ রান তুলেছিল নিউজিল্যান্ড। পরে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৩০ ওভারে ২৪৪ রান। ২০০ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ।

এই হারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে পিছিয়ে পড়ল বাংলাদেশ। সিরিজের পরবর্তী দুটি ম্যাচ ২০ ও ২৩ ডিসেম্বর।

বিজ্ঞাপন

ম্যাচে বাংলাদেশের শুরুটা অবশ্য বেশ ভালোই ছিল। আগে বোলিং করতে নামা বাংলাদেশের হয়ে প্রথম ওভারেই দুই উইকেট তুলে নিয়েছিলেন শরিফুল ইসলাম। তারপর টম ল্যাথাম ও উইল ইয়ং উইকেটে জমে গেলে বৃষ্টি নামে। বৃষ্টি শেষে ম্যাচ ৩০ ওভারে নেমে এলে বিপদেই পরে বাংলাদেশ।

৩০ ওভারের ম্যাচে সর্বোচ্চ ৬ ওভার করে বোলিং করতে পারবেন বোলাররা। যখন ম্যাচ ৩০ ওভারে নেমে এলো ততোক্ষণে বাংলাদেশের তিন মূল বোলার শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের কোটার বোলিং প্রায় শেষ! এরপর সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুবদের দিয়ে বোলিং করাতে হয়েছে বাংলাদেশ অধিনায়ককে। সেট ব্যাটার ল্যাথাম-ইয়ংয়ের সামনে সুবিধা করতে পারেনি মিরাজ-সৌম্যরা। যাতে রানের পাহাড় গড়তে পেরেছে নিউজিল্যান্ড। পরে ব্যাটিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রান তাড়া করাও সম্ভব হয়নি।

রোববার (১৭ ডিসেম্বর) ডানেডিনে ২৩৯ রানের রানের জবাব দিতে নেমে শুরুটাই ভালো হয়নি বাংলাদেশের। লিটন দাসকে চার নম্বরে পাঠিয়ে ওপেনিংয়ে পাঠানো হয় সৌম্য সরকার ও এনামুল হক বিজয়কে। অনেকদিন পর জাতীয় দলের জার্সি গায়ে পড়া সৌম্য আবারও হতাশ করেছেন।

বিজ্ঞাপন

অ্যাডাম মিলনের বাইরের বলে খোঁচা দিতে গিয়ে স্লিপে ক্যাচ হওয়ার আগে রানের খাতাই খুলতে পারেননি সৌম্য। তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে বেশ ভালোই এগুচ্ছিলেন এনামুল হক বিজয়। বেশ ভালো খেলতে থাকা শান্ত হঠাৎ-ই ইশ শোধির দারুণ এক বোলে সরাসরি বোল্ড হয়ে ফিরেছেন ১৩ বলে ১৫ রান করে।

এরপর এনামুল হক বিজয় ও লিটন দাসের জুটি বড় হচ্ছিল। কিন্তু মাত্র ১২ রানের ব্যবধানে এই দুজন ফিরলে বিপদ আরও বেড়েছে বাংলাদেশের। ফিফটির দিকে এগুতে থাকা বিজয় জোশ ক্লার্কসনের বলে পুল করতে গিয়ে ব্যাটে-বলে ঠিকমতো করতে পারেননি। বোলারের হাতেই ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন ৩৯ বলে ৫টি চারের সাহায্যে ৪৩ রান করে।

খানিক বাদে ক্লার্কসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ১৯ বলে ২২ রান করা লিটন দাস। এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিমের কাঁধে ছিল বড় দায়িত্ব। কিন্তু মুশফিক রিভার্স সুইপ খেলে আত্মহুতি দিয়েছেন ১০ বলে ৪ রান করে। দলীয় ১০৩ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

আফিফ হোসেন ধ্রুব ও মেহেদি হাসান মিরাজ মিলে অবশ্য একটা আশার আলো জাগিয়ে তুলেছিলেন। ষষ্ঠ উইকেটে ৩৮ বলে ৫৬ রান তোলেন দুজন। তবে এই জুটি ভাঙার পর আর দাঁড়াতে পারেনি বাংলাদেশ। আফিফ ২৮ বলে ৫টি চার ১টি ছয়ে ৩৮ রান করে ফিরেছেন। মিরাজ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২১ বলে ১ চার ২ ছয়ে ২৮ রান করে।

৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০০ রানে থেমেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে অ্যাডাম মিলনে, জোশ ক্লার্কসন ও ইশ শোধি দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে উইল ইয়ং এর সেঞ্চুরি ও টম ল্যাথামের ৯২ রানে ২৩৯ রান তুলেছিল নিউজিল্যান্ড। ৮৪ বলে ১৪টি চার ৪টি ছক্কায় ১০৫ রান করে আউট হন ইয়ং। ৭৭ বলে ৯টি চার ৩টি ছয়ে ৯২ রান করে ফেরেন ল্যাথাম। ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রানে থেমেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ২টি উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর