Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেরিনার্সের টানা নবম জয়


২০ মে ২০১৮ ১৯:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট ।।

প্রিমিয়ার বিভাগ হকি লিগে মেরিনার্স ইয়াংস ৯-০ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে উড়িয়ে দিয়েছে। মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে জয়ী দলের হয়ে হ্যাটট্রিক করেন মামুনুর রহমান চয়ন। টানা নবম জয় তুলে নিয়েছে মেরিনার্স ইয়াংস।

রোববার (২০ মে) দিনের প্রথম খেলায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বড় ব্যবধানের জয় তুলে নিয়ে অলিভার কার্টসের শিষ্যরা।

চয়ন ছাড়া মেরিনার্সের হয়ে এছাড়া একটি করে গোল করেন মইনুল ইসলাম কৌশিক, মহসিন আহমেদ, হাসিন আরমান রুপ, মাহবুব হোসেন, পুস্কর খীসা মিমো ও হাসান যুবায়ের নিলয়।

ম্যাচের ১৬তম মিনিটে লিড নেয় মেরিনার্স। মইনুল ইসলাম কৌশিক গোলের খাতা খোলেন। দুই মিনিট পর ফিল্ড গোল ব্যবধান দ্বিগুণ করেন মহসিন আহমেদ। ২০তম মিনিটে হাসিন আরমান রুপ, ৩২তম মিনিটে মাহবুব হোসেনের ফিল্ড গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মেরিনার্স।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের শুরুতে পুস্কর ক্ষীসা মিমোর ফিল্ড গোলে ৫-০ তে লিড নেয় মেরিনার্স। এরপর চয়ন নিজের প্রথম গোল করলে ব্যবধান বাড়ে ৬-০’তে। ম্যাচের ৬০ ও ৬৩তম মিনিটের আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন চয়ন। শেষ দিকে ব্যবধান আরও বাড়ান হাসান যুবায়ের নিলয় (৯-০)।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর