Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলির সঙ্গে তুলনা চান না বাবর আজম


১৯ ডিসেম্বর ২০১৭ ১৪:০৬

সারাবাংলা ডেস্ক

পাকিস্তানের তারকা বাবর আজমকে তুলনা করা হচ্ছে হাল আমলের সেরা ব্যাটসম্যান ভারতের দলপতি বিরাট কোহলির সঙ্গে। তবে, পাকিস্তানি এই ব্যাটসম্যান কোহলির সঙ্গে তার তুলনায় দ্বিমত পোষণ করেছেন। কোহলিকে সেরা মেনে নিজেই জানিয়েছেন, কোহলির সঙ্গে তার তুলনা চান না।

আইসিসির র‌্যাংকিংয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় দুই নম্বরে কোহলি। তবে, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে তাকে টপকে যেতে পারেনি কেউ। সেখানে পাকিস্তানের বাবর আজম ওয়ানডেতে রয়েছেন চার নম্বরে। এই অবস্থানে থেকেও ভারতীয় রান মেশিনের সঙ্গে নিজেকে মেলাতে চান না বাবর।

২৩ বছর বয়সী বাবর আজম ৩৬ ওয়ানডে খেলে ৭টি সেঞ্চুরি আর ৭টি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন। যেখানে গত বছর সেপ্টেম্বর-অক্টোবরে টানা তিন ওয়ানডেতে তিনটি সেঞ্চুরির দেখা পান তিনি। ৫৮.৬০ ব্যাটিং গড়ে এই পাকিস্তানির ওয়ানডেতে রান ১ হাজার ৭৫৮। গত বছর ১১টি সেঞ্চুরির পাশাপাশি কোহলি ২ হাজার ৮১৮ আন্তর্জাতিক রান করেছেন। আর ১৮ ওয়ানডে খেলে বাবর করেছেন ৮৭২ রান। যেখানে ওয়ানডের র‌্যাংকিংয়ে কোহলি, ডি ভিলিয়ার্স আর ডেভিড ওয়ার্নারের পর বাবরের অবস্থান।

পাকিস্তানের কোচ মিকি আর্থারের মতে, কোহলির মতোই ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন বাবর আজম। তবে, পাকিস্তানি এই তারকা জানিয়েছেন, ‘আমি শুনেছি আর্থার আমাকে ও কোহলিকে একই বলেছেন। কিন্তু কোহলির মতো এতো বড় মাপের ক্রিকেটারের সঙ্গে আমার তুলনা চলে না। এটা কোচের বক্তিগত মত।’

বাবর আজম আরও যোগ করেন, ‘হয়তো কোহলি আর আমার ক্যারিয়ারের শুরুর পরিসংখ্যানটা অনেকটা একই। কিন্তু বর্তমানে সে এক নম্বর ব্যাটসম্যান। আমি নিজেও পাকিস্তানের জার্সিতে তার মতো পারফর্ম করতে চাই।’

বিজ্ঞাপন

এদিকে, কোহলির সঙ্গে নিজের তুলনায় যেতে না চাওয়া বাবর আজম দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্সকে আইডল মনে করেন, ‘আমি ভিলিয়ার্সের খেলা খুব পছন্দ করি। তার ব্যাটিং স্টাইল দেখতে ভালো লাগে। আর ভিলিয়ার্সের স্টাইলে খেলতে আমিও চেষ্টা করি, হয়তো আমি তাকে কপি করি। নেটে প্রাকটিসের সময় অন্তত কয়েকটি বল সেভাবেই খেলার চেষ্টা করি যেভাবে ভিলিয়ার্স ম্যাচে খেলে।’

সারাবাংলা/১৯ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর