Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া জয়ের গল্প শোনালেন যুবারা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৩ ২১:২৬

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ বিজয়ী বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকে বরণ করে নিতে আগে থেকেই প্রস্তুত হয়ে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়। ছোট স্টেজ সাজানো হয়েছে। স্পিকারের বাজছিল ‘জ্বলে উঠো বাংলাদেশ, গর্জে উঠো বাংলাদেশ……। লাল সবুজের বিজয় নিশান, হাতে হাতে ছড়িয়ে দাও’। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের বহনকারী বাসটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গেট পাড় হতেই চাঞ্চল্য বেড়ে গেল।

বিজ্ঞাপন

আয়োজনের দায়িত্ব থাকা ব্যক্তিদের ছোটাছুটি। গণমাধ্যমকর্মীদের আগ্রহ বেড়ে গেল। যুবারা বাস থেকে নেমে আসতে দেখলেন বহু ক্যামেরার ফ্ল্যাশ। এতো এতো আয়োজন আগে হয়ত দেখেননি তরুণ ক্রিকেটাররা। তবে অপ্রস্তুত ভাবটা কেটে যেতে সময় লাগল না। তরুণ ক্রিকেটারদের চোখে মুখে যেন ফুটে উঠতে লাগল, ‘আমরা বিজয়ী, আমরা চ্যাম্পিয়ন, আমরাই এতো কিছুর দাবিদার’।

একদিন আগে যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর আগে বিশ্বকাপ জিতেছিল অনূর্ধ্ব-১৯ দল। তবে এশিয়া কাপ শিরোপার দেখা মিলল এই প্রথম। শিরোপা জেতার পথে শ্রীলংকা ও ভারতের মতো প্রতিপক্ষকে হারিয়েছেন বাংলাদেশি যুবারা। এমন অর্জন প্রতিদিন মিলেনা।

বিজয়ীদের জন্য বিসিবির আয়োজনও তাই কম নয়। আজকের সংবর্ধনা সেই আয়োজনের প্রাথমিক ধাপ মাত্র! এরপর বিসিবির পক্ষ থেকে রিসেপশনের ব্যবস্থা করা হচ্ছে। বিসিবি সভাপতির ব্যক্তিগত নিমন্ত্রণও আছে।

সংবর্ধনা আয়োজনে এশিয়া জয়ের গল্প শুনিয়েছেন বিজয়ীরা। টুর্নামেন্টের আগে এই দলটাকে নিয়ে এতো বড় স্বপ্ন হয়ত খুব বেশি মানুষ দেখেনি। এশিয়া কাপের আগে ভারতের একটি টুর্নামেন্টে খেলতে গিয়ে একদমই সুবিধা করতে পারেনি যুবারা। তারপর আহরার আমিনকে সরিয়ে নেতৃত্ব দেওয়া হয় মাহফুজুর রহমান রাব্বিক। তাতেই যেন পাল্টে গেল দলের গতিপথ!

রাব্বি বললেন, এশিয়া জয়ের ছক কষেছিলেন ছয় মাস আগেই। এক প্রশ্নের উত্তরে এশিয়া জয়ী অধিনায়ক বলেন, ‘প্রথমত আমি প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে খেলার চেষ্টা করেছি। আমি সর্বপ্রথম আমাদের টিম ম্যানেজমেন্ট ও প্লেয়ারদের ধন্যবাদ দিতে চাই। ক্রিকেটাররা অনেক ভালো খেলেছে। তারা সমর্থন না দিলে হয়তো এই সাফল্য আসতো না। লক্ষ্য ছিল দেশের জন্য কিছু করব। ছয়মাস আগে থেকে এটা আমার পরিকল্পনা ছিল। একজন খেলোয়াড় হিসেবে আমার ভাবনা ছিল এশিয়া কাপটা কখনো বাংলাদেশে আসেনি, তাই ছয়মাস আগে থেকে পরিকল্পনা ছিল এই এশিয়া কাপটা বাংলাদেশে নিয়ে আসতে পারলে অনেক বড় প্রাপ্তি হবে।’

বিজ্ঞাপন

জানুয়ারীতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। এশিয়া কাপ জেতা দলটার প্রত্যাশা এখন বিশ্বকাপেও ভালো কিছু করা। রাব্বি বলেন, ‘অবশ্যই আমরা চেষ্টা করব ভালো খেলার। আমাদের ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার- সবাই খুব ভালো টাচে আছে। আমরা যদি এই ধারাবাহিকতা রাখতে পারি, অবশ্যই ওয়ার্ল্ড কাপে ভালো কিছু নিয়ে আসতে পারব।’

৩৭৮ রান করে টুর্নামেন্ট সেরা হয়েছেন বাংলাদেশ যুব দলের ওপেনার আশিকুর রহমান শিবলি। বলেছেন, সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার জন্য নয়, খেলেছেন দলকে জেতাতে, ‘আমার কখনো এমন কোনো মাইন্ডসেট ছিল না যে সর্বোচ্চ রান স্কোরার হব। আমার দলের যে চাওয়া সেটাই চেষ্টা করব, যা হওয়ার হবে। অনেক ভালো লাগতেছে। আমার পারফরম্যান্স থেকে আমার দল চ্যাম্পিয়ন হয়েছে এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। দল ভালো করছে এটাই ভালো লাগছে।’

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর