নেলসনে বড় রানের প্রত্যাশা হাথুরুসিংহের
১৯ ডিসেম্বর ২০২৩ ১৫:১৯
নিউজিল্যান্ড সফরের শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হয়েছে সফর। রোববার ডানেডিনে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে বোলিং-ব্যাটিং কোনোটিই ভালো হয়নি বাংলাদেশের। ম্যাচ হেরেছে ৪৪ রানে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩০ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৪৪ রান। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০০ রানে থেমেছে বাংলাদেশ। তবে ডানেডিনের ব্যাটিং ব্যর্থতা নেলসনে পূনরাবৃত্তি হবে বলে মনে করছেন না বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নেলসনের পিচে রান হবে প্রত্যাশা হাথুরুর।
বুধবার (২০ ডিসেম্বর) ভোরে নেলসনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলতেছেন হাথুরুসিংহে। বলেছেন, ‘এই উইকেট ভালো মনে হচ্ছে। ২০১৭ সালে যখন শেষ এসেছিলাম, দুটি ম্যাচ খেলেছিলাম। ২০১৫ বিশ্বকাপেও মনে পড়ে, (উইকেট) বেশ ভালো ছিল ব্যাটিংয়ের জন্য। ভালো আউটফিল্ড, দ্রুতগতির। বড় স্কোর আশা করছি।’
ডানেডিনে ম্যাচের আগে থেকেই বৈরী আবহাওয়া হজম করতে হয়েছে বাংলাদেশকে। আকাশ মেঘলা ছিল ম্যাচের আগ থেকেই। ম্যাচের দিন একাধিকবার বৃষ্টি নেমেছে। তাতে ঠান্ডার মাত্রাও বেড়ে গিয়েছিল। এসবে মানিয়ে নিতে পারেননি বাংলাদেশি ক্রিকেটাররা।
প্রথম ওয়ানডেতে বৃষ্টি দলীয় পরিকল্পনাও ভেস্তে দিয়েছিল বলেছেন হাথুরুসিংহে। প্রথম ওয়ানডেতে ওভাবে হারের কারণ খুঁজতে গিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘ম্যাচ হার সব সময়ই হতাশার। কিন্তু আবহাওয়ার কারণে আমরা বেশি কিছু করতে পারিনি। আমাদের অনেক পরিকল্পনা বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হয়েছে দুবার। আমরা ভালো শুরু করেছিলাম, কিন্তু শেষে ভালো বোলিং করতে করিনি। আমরা কন্ডিশন কাজে লাগাচ্ছিলাম, কিন্তু দুবার বৃষ্টি বিরতির পর অধিনায়ক বোলিং সামলাতে চাপে পড়ে যায়। ১০ ওভার বাকি থাকতে তাদের হাতে ৮ উইকেট ছিল।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ দল।
সারাবাংলা/এসএইচএস