Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগার ‌‌‘অন্দরমহল’ ঘুরে এলেন জামাল

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৩ ২০:০৩

স্প্যানিশ লা লিগার ‘অন্দরমহল’ ঘুরলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। লা লিগার পক্ষ থেকে স্পেশাল নিমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশি অধিনায়ক। সফরে লিগের বেশ কিছু কার্যক্রম পরিদর্শন, লা লিগা ম্যাচ দেখা এবং ভক্তদের সঙ্গে দেখা করেছেন জামাল।

লা লিগায় জামালের উপস্থিতি অবশ্য নতুন কিছু নয়। ২০১৯ সালে লা লিগার ম্যাচে ধারাভাষ্য দিতে দেখা গেছে জামালকে। এবার গিয়েছিলেন অন্যরকম এক নিমন্ত্রণে।

নিমন্ত্রণে গিয়ে স্পেনের মেত্রোপলিতানোতে অনুষ্ঠিত হওয়া অ্যাটলেটিকো মাদ্রিদ ও গেটাফের মধ্যকার লা লিগার ম্যাচটি দেখেছেন জামাল। লা লিগার প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ অধিনায়ক। লা লিগা টোয়েন্টিনাইনস রেস্টুরেন্টের খাবারের স্বাদও নিয়েছেন তিনি।

মাদ্রিদের পুয়ের্তো দেল সোলে অবস্থিত ‘হোম অব ফুটবল’ হিসেবে পরিচিত ‘লেজেন্ডসে’ও ভ্রমণ করেছেন জামাল। যেখানে বিশ্ব ফুটবলের পাঁচ হাজারেরও বেশি গুরুত্বপূর্ণ সংগ্রহ রয়েছে। লেজেন্ডস ভ্রমণকালে বাংলাদেশি সমর্থকদের সঙ্গে দেখা করেন জামাল।

অ্যাটলেটিকো-গেটাফে ম্যাচের দিন নিজের ফেরিভাইড ফেসবুক পেজে একাধিক ভিডিও পোস্ট করেন জামাল। নিজে জানান, লা লিগার আমন্ত্রণে অ্যাটলেটিকো মাদ্রিদ ও গেটাফের মধ্যকার মাচটা কাভার করতে গেছেন। বিমানবন্দরে থেকে ভিডিও পোস্ট করেছেন জামাল, লা লিগা স্টুডিও মেত্রোপলিতানো স্টেডিয়ামের ভেতর থেকেও একাধিক ভিডিও পোস্ট করেছেন জামাল। ম্যাচের সময় অ্যাটলেটিকো মাদ্রিদের গোলে উদযাপন করতে দেখা গেছে তাকে। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।

উল্লেখ্য, লা লিগার ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হয় দেশের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

সারাবাংলা/এসএইচএস

জামাল ভুঁইয়া


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর